• Breaking News Live: দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী
    এই সময় | ২১ নভেম্বর ২০২৫
  • দিল্লির বাতাসের গুণমানের কিছুটা উন্নতি হয়েছে শুক্রবার। যদিও এখনও ‘খুব খারাপ’ গ্রেড রয়েছে। টানা সাত দিন দিল্লির বাতাসের গুণমান ‘খুব খারাপ’ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, ৩৯টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ১৩টিতেই বাতাসের গুণমান সূচক ‘গুরুতর’। ওয়াজিপুরে AQI সর্বোচ্চ ৪৪২।

    G-20 সম্মেলনে যোগ দিতে শুক্রবার তিন দিনের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো আয়োজিত এই শীর্ষ সম্মেলন জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদীর এই সফর।

    শুক্রবার সাতসকালে রাজ্যে ফের ইডি হানা। সল্টলেকে একে কয়লা ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। ব্যবসায়ীর নাম নরেন্দ্র খারকা। কয়লা পাচার মামলায় এই ব্যবসায়ীকে আগে দিল্লিতে তলব করা হয়েছিল। এর পাশাপাশি ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট ২০টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকেরা।

    দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সোমবার পরিণত হতে পারে নিম্নচাপে। পরে আরও শক্তি বৃদ্ধি করতে পারে। যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এর প্রত্যক্ষ কোনও প্রভাব নেই বাংলায়। তবে পরোক্ষ প্রভাবের কারণে আগামী মঙ্গলবার বিকেলের পর থেকে মেঘলা হবে দক্ষিণবঙ্গের আকাশ। বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূল এবং লাগোয়া দুই জেলায়।

  • Link to this news (এই সময়)