• শাশুড়িকে ‘মা’ বানিয়ে সরকারি নথিতে নাম, জামাইয়ের কাণ্ডে দিশেহারা বৃদ্ধা
    এই সময় | ২১ নভেম্বর ২০২৫
  • রাজ্য জুড়ে SIR ফর্ম নিয়ে চলছে নানা রকম বিতর্ক। এই পরিস্থিতিতে চোপড়ার কুমারটোল গ্রামে এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ। চোপড়ার বাসিন্দা অঞ্জলি বিশ্বাস (৫৫) হঠাৎ জানতে পারেন, তাঁরই জামাই অমৃত বিশ্বাস দীর্ঘদিন ধরে সমস্ত সরকারি নথিতে মায়ের নাম হিসেবে ব্যবহার করে আসছেন শাশুড়ির নাম। এমনকী, এই ভুল তথ্য দিয়েই ভোটার তালিকায় নাম তুলেছেন অমৃত। সম্প্রতি SIR ফর্ম ফিলাপ করতে গিয়ে ফাঁস হয়ে যায় জালিয়াতির খবরটি।

    অঞ্জলির অভিযোগ, শ্বশুড় বাড়ির সম্পত্তির সমস্ত মালিকানা নিজের নামে করে নিতে চাইত অমৃত। সেই কারণেই এই জালিয়াতি। বৃদ্ধার আরও অভিযোগ, তাঁর নাম ব্যবহার করে গোপনে ব্যাংকে জমির দলিল বন্ধক রেখে লোনও নিয়েছেন জামাই অমৃত।

    অঞ্জলি জানিয়েছেন, লকডাউনের আগে অমৃত সপরিবারে ব্যারাকপুর থেকে চোপড়ায় এসে শ্বশুরবাড়িতে ওঠেন। অঞ্জলির দেওয়া জমির উপরেই তাঁরা নতুন বাড়ি তৈরি করেন। এর পর থেকেই অমৃত স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করেন। চোপড়া গ্রাম পঞ্চায়েতের ভোটে অমৃত তাঁর স্ত্রী ললিতা জেতার পর থেকেই শাশুড়িকে নানা রকম ভাবে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

    অঞ্জলি বলেন, ‘ভাবিনি আমারই জামাই এমন করে প্রতারণা করবে। এত বড় চালাকি। এখন ভয়ে দিন কাটে। এই ভয় কোনও দিন কাটবে কি না জানি না।’

    এ বিষয়ে চোপড়ার BDO সৌরভ মাঝির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে BDO অফিসের এক আধিকারিক জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। চোপড়ার বিধায়ক হামিদুল রহমান আশ্বাস দিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখার।

  • Link to this news (এই সময়)