• কয়লা পাচার মামলায় ফের তেড়েফুঁড়ে ED, সল্টলেক-সহ রাজ্যের ২০ জায়গায় তল্লাশি
    এই সময় | ২১ নভেম্বর ২০২৫
  • ফের একবার কয়লা পাচার মামলায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার পশ্চিমবঙ্গের প্রায় ২০টি জায়গায় তল্লাশি শুরু হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, একই মামলায় তল্লাশি চলছে ঝাড়খণ্ডেও। জানা গিয়েছে, এ দিন সল্টলেকে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। এর আগে কয়লা পাচার সংক্রান্ত মামলায় দিল্লিতে তলব করা হয়েছিল নরেন্দ্র খারকা নামে ওই ব্যবসায়ীকে। ফের একবার তদন্তকারীদের নজরে তিনি।

    ২০২৩ সালে ১ এপ্রিল শক্তিগড়ে কয়লা ব্যবসায়ী রাজু ঝাকে খুনের ঘটনায় চর্চায় এসেছিল নরেন্দ্র খারকার নাম। শক্তিগড়ে জাতীয় সড়কে গুলিবিদ্ধ হয়ে খুন হন রাজু। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল অভিজিৎ মণ্ডলের নাম। গ্রেপ্তারও করা হয়েছিল তাঁকে।

    অভিজিৎ মণ্ডল নরেন্দ্রর গাড়িচালক ছিলেন, তদন্তে উঠে এসেছিল সেই তথ্যও। ওই ঘটনায় পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নরেন্দ্র। তাঁর অভিযোগ ছিল, রাজুকে খুনের ঘটনায় পেশাদার খুনিরা যুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানা গেলেও অতীতে কোনও অপরাধের রেকর্ড না থাকা তাঁর সংস্থার কর্মীদের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরে রাজু ঝা খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ফের একবার কয়লা পাচার মামলাতে তদন্তকারীদের নজরে সেই নরেন্দ্র।

    কয়লার পাশাপাশি বালি পাচার মামলাতেও সম্প্রতি গা ঝাড়া দিয়ে উঠেছে ইডি। সেপ্টেম্বর মাসেই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এলাকার বাসিন্দা শেখ জহিরুল শেখ নামের এক ব্যক্তির বাড়িতে সেই মামলার সূত্র ধরে অভিযান চালান তদন্তকারীরা। পাশাপাশি একই মামলার সূত্র ধরে উত্তর ২৪ পরগনা, নদিয়াতেও চালানো হয় তল্লাশি।

  • Link to this news (এই সময়)