কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫
দৈনিক স্টেটসম্যান | ২১ নভেম্বর ২০২৫
শুক্রবার সকালে কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০টা ৯ মিনিট নাগাদ কেঁপে ওঠে রাজধানী শহর। কম্পন অনুভূত হয়েছে কোচবিহার থেকে কাকদ্বীপ, সব জায়গায়। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতা, মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, নদিয়া-সহ একাধিক জেলার বাসিন্দারা ভূমিকম্প টের পেয়েছেন। বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন চলে বলে জানা গিয়েছে। ঘরের মধ্যে পাখা, চেয়ার, টেবিল দুলতে দেখা গিয়েছে। কোথাও কোথাও দেওয়ালে টাঙানো ছবিও দুলে উঠেছে। আতঙ্কে অনেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর নেই।
বাংলাদেশের বিভিন্ন জায়গাও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। সূত্রের খবর, রাজধানী ঢাকা-সহ বিভিন্ন প্রান্তে কম্পনের ফলে রাস্তায় নেমে এসেছিলেন মানুষ। ঢাকার পাশাপাশি চাঁদপুর, নীলফামারী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, পটুয়াখালীতেও অনুভূত হয় কম্পন। বরিশালেও কম্পন টের পাওয়া গিয়েছে। বাংলাদেশের সময় অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প হয়েছে।
কলকাতা ভূমিকম্পপ্রবণ শহর নয়। বাংলাদেশে কখনও কখনও ভূমিকম্প হলেও মৃদু কম্পন অনুভূত হয়। তবে শুক্রবার, ২১ নভেম্বর সকালের চিত্রটা ছিল একটু আলাদা। শহরের সর্বত্র তো বটেই, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ভূমিকম্পে কেঁপে উঠেছে একাধিক জায়গা। ভূমিকম্পের উৎসস্থল খুব একটা গভীর না হওয়ার জন্যই কম্পন এত জোরালো অনুভূত হয়েছে বলে মত একাংশের।