কয়লা পাচার মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা ব্যবসায়ীদের একাধিক ঠিকানায় শুক্রবার তল্লাশি অভিযান চালাল ইডি। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে দুই রাজ্যের প্রায় ১৬টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। ঝাড়খণ্ডের ধানবাদ-সহ এ রাজ্যের আসানসোল, পুরুলিয়া এবং কলকাতার কয়েকটি জায়গায় তল্লাশি চলছে বলে ইডি সূত্রে খবর। তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।
এ দিন সল্টলেকে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। এর আগে কয়লা পাচার মামলায় দিল্লিতে তলব করা হয়েছিল নরেন্দ্র খারকা নামে ওই ব্যবসায়ীকে। ২০২৩ সালে ১ এপ্রিল শক্তিগড়ে কয়লা ব্যবসায়ী রাজু ঝাকে খুনের ঘটনায় উঠে এসেছিল নরেন্দ্র খারকার নাম। শক্তিগড়ে জাতীয় সড়কে গুলিবিদ্ধ হয়ে খুন হন রাজু। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে মনে করা হয়েছিল অভিজিৎ মণ্ডলকে। গ্রেপ্তারও করা হয়েছিল তাঁকে।
অভিজিৎ মণ্ডল নরেন্দ্র খারকার গাড়িচালক ছিলেন বলে তদন্তে উঠে আসে সেই তথ্য। ওই ঘটনায় পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নরেন্দ্র। রাজুকে খুনের ঘটনায় পেশাদার খুনিরা যুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হয়। খারকা অভিযোগ করেছিল অপরাধের রেকর্ড না থাকা তাঁর সংস্থার কর্মীদের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরে রাজু ঝা খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ফের একবার কয়লা পাচার মামলাতে তদন্তকারীদের নজরে সেই নরেন্দ্র।
তল্লাশি চলছে কয়লা ব্যবসায়ী লালবাবু সিংয়ের বাড়ি এবং অফিসে। তাঁর ভাই, আর এক কয়লা ব্যবসায়ী কুম্ভনাথ সিংয়ের একাধিক ঠিকানাতেও তল্লাশি চালানো হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিসিসিএল-এর খনি থেকে কয়লা উত্তোলনের ঠিকা রয়েছে লালবাবুদের সংস্থার। কয়লা রপ্তানিতে দুর্নীতি এবং আর্থিক লেনদেনে একাধিক অসঙ্গতির অভিযোগ ওঠায় এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে খবর।
প্রাথমিক ভাবে খবর, সল্টলেক, বাইপাস সংলগ্ন একটি আবাসনেও শুক্রবার সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। তবে ওই ঠিকানায় কারা থাকেন, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, প্রায় দশ বছর আগে বিসিসিএল-এ দরপত্র বা টেন্ডার নিয়ে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে সিবিআই লালবাবুর বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছিল। সেই সময় কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছিল এই কয়লা ব্যবসায়ীর বিরুদ্ধে। এ বার লালবাবুর বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
কয়লার পাশাপাশি বালি পাচার মামলাতেও সম্প্রতি তল্লাশি চালায় ইডি। সেপ্টেম্বর মাসেই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এলাকার বাসিন্দা শেখ জহিরুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালান তদন্তকারীরা। পাশাপাশি একই মামলার সূত্র ধরে উত্তর ২৪ পরগনা, নদিয়াতেও চালানো হয় তল্লাশি।