মুসলিম তরুণদের মগজধোলাইয়ে ভিডিও ‘অস্ত্র’ উমরের! দিল্লি বিস্ফোরণে গ্রেপ্তার আরও ৪
প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির লালকেল্লায় আত্মঘাতী হামলাকারী উমরের ফোন ঘেঁটে বিস্ফোরক তথ্য উদ্ধার তদন্তকারীদের। সূত্রের দাবি, উমর শুধু যে নিজে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিল তাই নয়, মুসলিম তরুণদেরও জেহাদে যোগ দেওয়ার জন্য উসকানি দিত সে। ভিডিও বানিয়ে গোপনে সেই ভিডিও ব্যবহার করে যুব সমাজের মগজ ধোলাই করার চেষ্টা করে সে।
সূত্রের খবর, আত্মঘাতী হামলাকারী উমরের ফোনে ১২টি এমন ভিডিও পাওয়া গিয়েছে, যাতে সে সরাসরি মুসলিমদের জেহাদে যোগ দিতে উৎসাহ দিচ্ছে। কখনও আফগান মুজাহিদিন, কখনও তালিবানের উদাহরণ টেনে ভারতের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণার উসকানিও সে দিত। এখানেই শেষ নয়, নিজেও আপত্তিকর ভিডিও দেখে আত্মঘাতী বিস্ফোরণ সম্পর্কে জেনেছিল উমর। এমনটাই সূত্রের খবর।
এদিকে বিস্ফোরণে জড়িত সন্দেহে আরও চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্ত কমিশন (এনআইএ)। শ্রীনগর থেকে যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম ডা. মুজাম্মিল শেখিল গনাই (পুলওয়ামা, জম্মু ও কাশ্মীর), ডা. আদিল আহমেদ রাঠার (অনন্তনাগ, জম্মু ও কাশ্মীর), ডা. শাহিন সইদ (লখনউ, উত্তরপ্রদেশ), মুফতি ইরফান আহমদ ওয়াগে (সোপিয়ান, জম্মু ও কাশ্মীর)। পাটিয়ালা হাউস কোর্টের নির্দেশে ধৃতদের হেফাজতে নিয়েছে এনআইএ। হামলার পরিকল্পনা, অর্থসংস্থান, প্রযুক্তিগত সহায়তা সব দিকেই বড় ভূমিকা ছিল এই চারজনের। এদের মধ্যে মুজাম্মিল জইশ সদস্য বলে মনে করা হচ্ছে।
গত ১০ নভেম্বর গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছে ১৫ জন। আহত ২৫। এর আগে আমির রশিদ আলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এনআইএ। তার নামে নথিভুক্ত থাকা গাড়িই বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল। এনআইএ-র দাবি, আত্মঘাতী হামলাকারী উমর নবি-র সঙ্গে মিলেমিশে হামলার ছক কষেছিল আমির। নবি-র আর একটি গাড়িও আটক করেছে এনআইএ। ইতিমধ্যেই ঘটনায় ৭৩ জন প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের বয়ান রেকর্ড করা হয়েছে।