সাতসকালে বরানগরে শুটআউট! পরিবহণ কর্মীকে লক্ষ্য করে গুলি, আতঙ্ক এলাকায়
প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
অর্ণব দাস, বারাকপুর: সাতসকালে রবানগরে চলল গুলি! ট্রাম ডিপোর এক কর্মীকে লক্ষ্য করে গুলি। তবে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচেছেন তিনি। তবে ছররার আঘাতে আহত তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বরানগর থানার পুলিশ। কী কারণে গুলি? তা নিয়ে ধোঁয়াশা। পুরনো কোনও শত্রুতা জেরে এই কাণ্ড কি না, নাকি অন্য কারণ রয়েছে সব দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। আতঙ্কিত স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম বিকাশ মজুমদার। তিনি বরানগরের নর্দান পার্ক এলাকার বাসিন্দা। পেশায় ট্রাম ডিপোর কর্মী। সকালে তিনি বাড়ির আর্বজনা ফেলতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় দুই দুষ্কৃতী বাইকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।বিকাশবাবু রাস্তায় পড়ে গেলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলির বারুদে আহত হয়েছেন তিনি। ঘটনার পর খবর যায় থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তদন্ত শুরু করে। তবে কী কারণে গুলি তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনা কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা।