• সাতসকালে ফের অ্যাকশন মোডে ইডি, একসঙ্গে কলকাতা ও ঝাড়খণ্ডের ২৪ ঠিকানায় হানা
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
  • শেখর চন্দ, আসানসোল: সাতসকালে ফের অ্যাকশন মোডে ইডি। শুক্রবার সকালে কয়লা উত্তোলনের টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলকাতা, ঝাড়খণ্ডের ২৪ ঠিকানায় তল্লাশিতে যান আধিকারিকরা। তার মধ্যে রয়েছে একাধিক ব্যবসায়ী, ঠিকাদারের বাড়িও। একইদিনে আর্থিক প্রতারণা মামলায় কলকাতার ৪ ঠিকানায় তল্লাশি চালাচ্ছে সিবিআই।

    দীর্ঘদিন ধরেই কয়লা পাচার মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই মামলাতেই শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের কলকাতার সল্টলেক, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, ঝাড়খণ্ড, হাওড়ার একাধিক জায়গায় হাজির হন ইডি আধিকারিকরা। প্রতিটি দলের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সবকটি ঠিকানাই ঘিরে ফেলেছে তাঁরা। দেখা যায়, অফিসাররা পৌঁছে গেলেও অধিকাংশ অফিস ও বাড়ির মূল গেটে তালা। দীর্ঘক্ষণ ধরে বাইরে অপেক্ষায় অফিসাররা। 

    এদিন কলকাতার পাশাপাশি একইসঙ্গে ঝাড়খণ্ডের একাধিক ঠিকানায় গিয়েছেন ইডি অফিসারা।  তার মধ্যে রয়েছে বিসিসিএল (BCCL)-এর ঠিকাদার তথা কয়লা ব্যবসায়ী এলবি সিং-এর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিও। ​উল্লেখ্য, ঠিকাদার এলবি সিং-এর সংস্থায় এর আগে আয়কর বিভাগ অভিযান চালিয়েছিল। সেই সময় ১০০ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছিল। অতীতে সিবিআই অভিযানে বিসিসিএল-এর কয়লা কারবারি এলবি সিং-কে টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত করা হয়েছিল। সেই মামলা ECIR হিসাবে নথিভুক্ত করার পরেই ইডি এই মামলার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (প্রতিদিন)