• হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু গুজরাটের BLO-র, পরিবারের দাবি ‘কাজের অতিরিক্ত চাপ’
    এই সময় | ২১ নভেম্বর ২০২৫
  • গুজরাটে বুথ স্তর অফিসার (বিএলও) হিসেবে কর্মরত স্কুল শিক্ষকের মৃত্যু। ঘটনা খেদা জেলার। মৃতের নাম রমেশভাই পরমার (৫০)। তিনি খেদার কাপডভঞ্জ তালুকের জাম্বুদি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার তাঁর ভাই নরেন্দ্র পরমার দাবি করেন, বুধবার রাতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন রমেশভাই। সকালে তিনি ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন একাধিক বার ডাকাডাকি করেন। কিন্তু তিনি সাড়া দেননি। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    তিনি নবপুর গ্রামের একটি সরকারি স্কুলে কর্মরত ছিলেন। শিক্ষকের পরিবারের দাবি, বিএলও হিসেবে তাঁর উপরে অতিরিক্ত চাপের বোঝা এসে পড়েছিল। আর সেই কারণেই তাঁর মৃত্যু। এর আরে বিএলও মৃত্যুর ঘটনায় এই ধরনের অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গ, কেরালা, রাজস্থানেও।

    নরেন্দ্র পরমার দাবি করেছেন, ‘গ্রামে নেটওয়ার্কের সমস্যা ছিল। সেই জন্য তিনি আমার বাড়িতে এসেছিলেন। এখানে তিনি রাত সাড়ে ১১টা পর্যন্ত কাজ করেন এবং নিজের বাড়িতে যান তার পরে। রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন দাদা। কিন্তু সকালে ওঠেননি। আমাদের মনে হয়, অতিরিক্ত কাজের চাপেই দাদা হৃদরোগে আক্রান্ত হন।’ একই দাবি করেছেন ওই বিএলও-র মেয়ে শিল্পাও। তাঁরও দাবি, কাজের জন্য তাঁর বাবা চাপে ছিলেন। এই বিষয়ে জেলাশাসকের থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • Link to this news (এই সময়)