• দিবালোকে পাড়ার মধ্যেই চলল গুলি, বরাত জোরে প্রাণরক্ষা সরকারি কর্মীর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
    এই সময় | ২১ নভেম্বর ২০২৫
  • শুক্রবার সাতসকালে গুলি চলল উত্তর ২৪ পরগনার বরানগরে। রাস্তার মাঝেই এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তবে সামান্য জখম হয়েছেন বরানগর পুরসভা এলাকার বাসিন্দা বিকাশ মজুমদার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

    বরানগর পুরসভার এক নম্বর ওয়ার্ডের নর্দান পার্ক এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বিকাশ ডব্লুবিটিসি-র ট্রাম ডিপোর কর্মী। এ দিন সকালেই বাড়ির কাছেই ময়লা ফেলতে বেরিয়েছিলেন। ঠিক সেই সময়েই দু’জন দুষ্কৃতী বাইকে চেপে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে তিনি মাটিতে বসে পড়েন। চিৎকারে করতেই দুষ্কৃতীরা বাইক নিয়ে দ্রুত চম্পট দেয়।

    ঘটনায় হতচকিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বরানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই হামলার পিছনে, কী কারণে এমন হামলা সবটা খতিয়ে দেখছেন। এলাকার সিসিটিভি ফুটেজেও নজরদারি চালানো হচ্ছে, বাড়ানো হয়েছে পুলিশি টহল।

    বিকাশ বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই একটি বাইক এসে সামনে দাঁড়ায়। দু’জনের মধ্যে একজন আমাকে তাক করে গুলি ছোড়ে। বসে পড়তেই গুলি পাশ থেকে চলে যায়। তবে চোখমুখ জ্বালা করছিল।’ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের কথায়, এলাকাটি শান্তিপূর্ণ এলাকা। এখানে গুলি চলার ঘটনায় সকলেই হতবাক। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এই ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

  • Link to this news (এই সময়)