• SIR-এর কাজ সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত BLO
    এই সময় | ২১ নভেম্বর ২০২৫
  • কোচবিহারে পথদুর্ঘটনায় মৃত্যু হলো এর বিএলও-এর। এসআইআর-এর কাজ সেরে বাইকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন ওই বিএলও। মৃত ললিত অধিকারী শীতলখুচির বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় মাথাভাঙায় পঞ্চানন উড়ালপুলের কাছে বাইক দুর্ঘটনা ঘটেছে।

    সূত্রের খবর, তাঁর বাইকের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন তিনি। তাঁকে প্রথমে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে জেলারই অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় ললিতের।

    ললিত অধিকারী এখন মাথাভাঙ্গা ময়নাতলি মোড় এলাকায় থাকতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে ললিত অধিকারীর গ্রামের বাড়ি শীতলকুচি ব্লকের গোঁসাইয়েরহাট বড় ধাপরা চাঁদরা এলাকা। গতকাল এই এলাকাতেই ২০৫ নম্বার বুথে এসআইআর-এর কাজ করে মোটরবাইকে শহরের বাড়ি মাথাভাঙায় ফিরছিলেন তিনি। সেই সময়েই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। পরে তাঁরাই কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই মারা যান ওই ব্যক্তি। মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কী ভাবে এই ঘটনা ঘটেছে তা তাঁরা জানেন না। তাঁদের শুধু ফোন করে দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। ললিত অধিকারী মহিষমুড়ি শিয়ালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ছিলেন। পরিবারে স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

  • Link to this news (এই সময়)