• বাড়িতেই ছিল ফিঙ্গারপ্রিন্ট মেশিন, ওয়েব ক্যামেরা, ভুয়ো আধারকার্ড তৈরির অভিযোগে ধৃত কল্পদেব
    এই সময় | ২১ নভেম্বর ২০২৫
  • SIR আবহে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘাসিয়ারা অঞ্চলের এক বাসিন্দা কল্পদেব মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তাঁকে পাকড়াও করে সোনারপুর থানার পুলিশ। তাঁর ঘর তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ভুয়ো নামে থাকা আধার কার্ড, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, ওয়েব ক্যামেরা, স্ক্যান ক্যামেরা, ল্যাপটপ, প্রিন্টার।

    তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই যন্ত্রপাতি ব্যবহার করেই দীর্ঘদিন ধরে চলছিল ভুয়া পরিচয়পত্র তৈরির চক্র। আর সেই চক্রের মাথায় ছিল কল্পদেব। পুলিশ সূত্রে খবর, ভিন রাজ্যের এক বাসিন্দার আইডি ব্যবহার করে এই কাজ করতেন তিনি। বিহার, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যের মানুষের পরিচয়পত্রের তথ্য ব্যবহার করতেন তিনি, জানা গিয়েছে এমনটাই। ধৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গোসাবার কুমিরমারী এলাকায়। ঘাসিয়ারায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত কি না, তা জানার জন্য তদন্তে নেমেছে পুলিশ।

    পুলিশ জানাচ্ছে, ভুয়ো আধার কার্ড তৈরি সংক্রান্ত নির্দিষ্ট অভিযোগের উপর ভিত্তি করেই তদন্তকারীদের নজরে পড়েছিলেন কল্পদেব। তাঁর ঘর থেকে উদ্ধার হওয়া যন্ত্রগুলি আরও বেশি করে তাঁর দিকে সন্দেহ ঘুরিয়ে দিচ্ছে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ষড়যন্ত্রের শিকড় কতদূরে রয়েছে, তা খতিয়ে দেখা হবে।

  • Link to this news (এই সময়)