• খড়্গপুরের ইস্পাত কারখানায় দুর্ঘটনা, ২৫ মিটার উঁচু থেকে পড়ে মৃত্যু দুই শ্রমিকের
    এই সময় | ২১ নভেম্বর ২০২৫
  • প্রায় ২৫ ফুট উঁচু জায়গা থেকে পড়ে মৃত্যু হলো দুই শ্রমিকের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের সাহাচকের একটি ইস্পাত কারখানায়। জানা গিয়েছে, ওই দুই শ্রমিকের নাম ধনঞ্জয় মিদ্যা এবং চন্দন অধিকারী। ধনঞ্জয়ের বাড়ি খড়্গপুরের গোকুলপুর এলাকায় এবং ধনঞ্জয়ের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলাতে। তাঁরা দুজনেই ওই কারখানার অস্থায়ী কর্মী ছিলেন।

    শুক্রবার দুপুরে দুই কর্মী কারখানায় কাজ করছিলেন। সেই সময় অসাবধানতাবশত একটি উঁচু জায়গা থেকে পিছলে পড়ে যান তাঁরা। জানা গিয়েছে দু’জনেই হেলমেট এবং সেফটি কিট না পরেই কাজ করছিলেন।

    কারখানার শ্রমিকদের সূত্রে খবর, ধনঞ্জয় ও চন্দন ওই কারখানার অস্থায়ী কর্মী। এ দিন যেখান থেকে তাঁরা পড়ে গিয়েছেন সেই জায়গাটি প্রায় ২৫ ফুট উঁচু। সেফটি কিট না পরে থাকায় গুরুতর আহত হন তাঁরা। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

    মেদিনীপুর জেলার তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি গোপাল খাটুয়া জানান, তিনি খবরটি শুনেছেন। সেফটি কিট ব্যবহার করা নিয়ে বার বার সচেতন করা হয়েছে শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষগুলিকে। তারপরেও এমন ঘটনা দুর্ভাগ্যজনক। সংগঠনের তরফে শ্রমিকদের পরিবারকে সবরকম ভাবে সাহায্য করা হবে। কারখানা কর্তৃপক্ষও শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

  • Link to this news (এই সময়)