আবার নিম্নচাপ বঙ্গোপসাগরে, কী গতিবিধি? বড় আপডেট দিল IMD
আজ তক | ২১ নভেম্বর ২০২৫
ভোরের দিকে কুয়াশা আর ঠান্ডা হাওয়ার সঙ্গেই কিছুদিন ধরে পাল্লা দিয়ে পারদ নামছিল। তবে আচমাই গোঁত্তা খেল শীত। গত দু'দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পার ঊর্ধ্বমুখী। তার মধ্যই আবার নিম্নচাপের চোখরাঙানি চলছে বঙ্গোপসাগরে। শুক্রবার IMD-র পূর্বাভাসে মনখারাপ শীতপ্রেমীদের।
তৈরি হচ্ছে নিম্নচাপ
মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ শনিবারের মধ্যে। যা আগামী ২৪ নভেম্বর, সোমবার নিম্নচাপে পরিণত হবে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব প্রান্তে।
২২ নভেম্বর, শনিবার তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দকে অগ্রসর হবে এবং ২৪ নভেম্বর, সোমবার বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে? প্রশ্নের জবাব IMD-র ভুবনেশ্বর দফতরের ডিরেক্টর মনোরমা মোহান্তি বলেন, 'এখনও পর্যন্ত নিম্নচাপেরই পূর্বাভাস রয়েছে। শনিবার নিম্নতাপ অঞ্চল তৈরি না হওয়া পর্যন্ত পরবর্তী আবহাওয়ার গতিবিধি বলা সম্ভব নয়।'
ফের বৃষ্টি?
এদিকে, নতুন করে বৃষ্টির পূর্বাভাস দেখা দিয়েছে কোনও কোনও রাজ্যে। তাতে রয়েছে ওড়িশা। ইতিমধ্যেই উপকূল এলাকায় ধান পেকে গিয়েছে। তবে বৃষ্টি কিংবা নিম্নচাপের পূর্বাভাসের পর ওড়িশায় নতুন করে কৃষকদের জন্য কোনও সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া দফতর। পাশাপাশি তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
শীতের আমেজ
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সবেমাত্র একটু হিমেল আমেজ উপভোগ করতে শুরু করেছিল বাংলা। কিন্তু নিম্নচাপের জেরে সেই আমেজ ভেস্তে যেতে পারে আগামী নভেম্বরের শেষ কয়েকটা দিনে। জুন থেকে শুধু হয়েছিল দক্ষিণবঙ্গে বৃষ্টির পর্ব। চলেছিল অক্টোবরের একেবারে শেষ পর্যন্ত। মানুষ চাইছিলেন বিদায় নিক বৃষ্টি। ফলে নভেম্বরের শেষ সপ্তাহে, শীতপ্রেমীদের আশঙ্কা বৃষ্টি শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে। ইতিমধ্যেই উত্তর–পশ্চিম ভারত থেকে ঢুকে আসা শীতল বাতাসের অভিমুখ বদলে গিয়ে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে। নিম্নচাপের প্রভাব পুরোপুরি না কাটা পর্যন্ত বাংলা জমিয়ে শীত অনুভব করতে পারবে না, তা সহজেই অনুমেয়। ফলে শুরু হতে না হতেই শীতের মনোরম আমেজ উধাও হওয়ার জন্যে নিম্নচাপকেই দায়ী করা হচ্ছে।