চিত্র এক: কাজের চাপে অসুস্থ হয়ে পড়ার দাবি BLO দের। কান্নায় ভেঙে পড়লেন অনেকে।চিত্র দুই: কাজে গাফিলতির অভিযোগে ৭ BLO কে শোক কজ নির্বাচন কমিশনের।
২০ নভেম্বরই BLO দের কাজের চাপের কথা জানিয়ে EC-কে চিঠি দিয়েছেন মমতা। আর তার পরদিনই ৭ BLO কে চিঠি ধরাল কমিশন। সূত্রের খবর, SIR ফর্মের 'ডিজিটাইজেশন' প্রক্রিয়ায় ত্রুটি উল্লেখ করেছে নির্বাচন কমিশন। কলকাতার বেলিয়াঘাটা নির্বাচনী এলাকার সাতজন বুথ লেভেল অফিসারকে এই মর্মে শো কজ করা হয়েছে।
তিনি বলেন, ফর্মগুলি সঠিকভাবে ডিজিটাইজেশন করা হয়নি। অসম্পূর্ণ রয়েছে। এতে তালিকা তৈরিতে সমস্যা হতে পারে। সেই কারণেই উক্ত বিলওদের কারণ দর্শাতে বলা হয়েছে।
আগামী শুক্রবার বিকেলের মধ্যেই এই শোকজ নোটিশের জবাব দিতে হবে ওই ৭ বিএলওদের। ঠিক কী কারণে অসম্পূর্ণ ডিজিটাইজেশন করা হয়েছে, তা জানাতে হবে। তাঁদের ব্যাখ্যা সন্তোষজনক না হলে সেক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলছে।