সংবাদদাতা, মাথাভাঙা: পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিএলও-এর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত বিএলও এর নাম ললিত অধিকারী। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ললিতবাবুর গ্রামের বাড়ি কোচবিহারের শীতলকুচির গোসাইরহাটের বড় ধাপেরচাত্রা গ্রামে। সেখানে তিনি বিএলও হিসেবে দায়িত্বে ছিলেন। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তিনি এসআইআরের কাজ করে মাথাভাঙা শহরে ফিরছিলেন। মাথাভাঙা- শীতলকুচি রাজ্যসড়কের ধরলা সেতু সংলগ্ন এলাকায় একটি বেসরকারি বাসের সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম অবস্থায় ললিতবাবুকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর কোচবিহারে স্থানান্তর করা হয় তাঁকে। যদিও শেষ রক্ষা হয়নি। রাতেই তাঁর মৃত্যু হয়েছে। মাথাভাঙা থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।