নিজস্ব প্রতিনিধি, তমলুক: এসআইআর আতঙ্কে এবার মৃত্যুর ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার ভোগপুরে। গতকাল, বৃহস্পতিবার রাতে ওই গ্রামের বাসিন্দা কেসিমন বিবি(৮৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কেসিমন এবং তাঁর ছেলে শেখ নাসিরুদ্দিনের নাম ২০০২- এর ভোটার তালিকায় ছিল না। সেই কারণে ইনিউমারেশন ফর্ম পাওয়ার পরই মানসিকভাবে ভেঙে পড়েন কেসিমন। নতুন ভোটার তালিকায় উঠবে কিনা সেই চিন্তায় ইনিউমারেশন ফর্ম নিয়ে পঞ্চায়েত অফিস থেকে বিএলও-র বাড়িতে বেশ কিছুদিন ধরেই যাতায়াত করতে থাকেন তিনি। ভিটেমাটি খোয়ানোর আশঙ্কা চেপে বসেছিল। কয়েকদিন ধরেই চিন্তায় খাওয়া দাওয়া ঠিকমতো করছিলেন না বলেও মৃতার ছেলের দাবি। গতকাল, বৃহস্পতিবার রাতে কেসিমন মারা যান। আজ, শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির চেয়ারপার্সন অসিত বন্দ্যোপাধ্যায়, ব্লক সভাপতি অসীম মাজি সহ আরও অন্যান্য নেতৃত্ব মৃতের বাড়িতে যান। তাঁরা পরিবারের পাশে থাকার কথা জানান ও আশ্বস্ত করেন