বরানগরে ট্রামকর্মীকে লক্ষ্য করে চলল গুলি, তদন্তে পুলিশ
বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বরানগর: সাত সকালে বরানগরে ট্রামের(ডব্লুবিটিসিএল) কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা পান বিকাশ মজুমদার নামের ওই ব্যক্তি। গুলি কান ঘেঁষে বেরিয়ে যায় তবে বারুদ ছিটকে এসে তাঁর হাতে লাগে। বিকাশবাবুর বাড়ি বরানগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে। তিনি আজ, শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ বাড়ির পাশেই নর্দান পার্কে আবর্জনা ফেলতে গিয়েছিলেন। সেই সময়ে ঘটে এই ঘটনা। কারা কি উদ্দেশে তাঁকে খুনের চেষ্টা করেছিল তা নিয়েই চাঞ্চল্য এলাকায়পুলিশ সূত্রে খবর, বাইকে করে দুই যুবক গুলি চালিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে চম্পট দেয়। তারা হেলমেট পরে ছিল। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।