• কলকাতায় ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৭
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  কম্পন অনুভূত কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়,  মাত্রা ৫.৭। আজ, শুক্রবার সকাল ১০টা ০৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। টানা ৩০ সেকেন্ড ধরে কম্পন বোঝা যায়। মৌসম ভবনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ফলে বাংলাদেশেও প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে। হয়েছে আফটারশকও।বাংলাদেশের পাশাপাশি কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, নদীয়া ও দক্ষিণ দিনাজপুর-সহ রাজ্যের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। রাজ্যের পাশাপাশি ত্রিপুরা, অসমেও ভূকম্পন অনুভূত হয়েছে। সকালে অফিস টাইমের মতো ব্যস্ত সময়ে ভূমিকম্প হওয়ায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তড়িঘড়ি বহুতল, অফিসগুলি ফাঁকা করে দেওয়া হয়। আতঙ্কে অফিস-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। 
  • Link to this news (বর্তমান)