• আগামী মঙ্গলবার বনগাঁয় মমতা, সভাশেষে ঠাকুরনগর পর্যন্ত করবেন পদযাত্রা
    বর্তমান | ২১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের প্রতিবাদে ফের পথে নামতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী, মঙ্গলবার বনগাঁয় আসছেন তিনি। ওইদিন দুপুরে হেলিকপ্টারে করে বনগাঁ আসবেন মমতা। এরপর দুপুর ১টা নাগাদ ত্রিকোণ পার্কে একটি সভা করবেন। সভা শেষে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় ৩ কিমি পদযাত্রাও করবেন মুখ্যমন্ত্রী। সভার প্রস্তুতি নিয়ে একাধিকবার বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারপার্সন মমতাবালা ঠাকুরের সঙ্গে বৈঠকও করেছে ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, জেলা পার্টি অফিসে আজকেও মিটিং হয়েছে। ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস-সহ অন্যান্যরা। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসআইআরকে সামনে রেখে সাধারণ মানুষকে রীতিমতো ভয় দেখানো হচ্ছে। এর ফলে মানুষরা ভীত-সন্ত্রস্ত। অনেকে ইতিমধ্যেই আত্মহত্যাও করেছেন। এই পরিস্থিতিতে, মুখ্যমন্ত্রী বারবারই মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। মূলত তার জন্যই এই মিছিল বলে জানা যাচ্ছে। জানানো হয়েছে মতুয়াদেরও পাশে থাকবে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, এর আগে কলকাতাতেও এসআইআরের প্রতিবাদে মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (বর্তমান)