• ভিএইচপির রোহিঙ্গা স্লোগানে বিক্ষোভ-উত্তেজনা হাকিমপুরে
    দৈনিক স্টেটসম্যান | ২১ নভেম্বর ২০২৫
  • এসআইআর শুরু হওয়ার পর থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাচ্ছেন প্রচুর মানুষ। উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট দিয়ে প্রায় কয়েকশো অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে এই সীমান্ত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। সীমান্তে অনুপ্রবেশকারীদের দেখে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী- সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। রোহিঙ্গাদের দেশ ছাড়ার দাবি তুলে বিক্ষোভ দেখান তাঁরা। পাল্টা পথে নামেন এলাকার স্থানীয় বাসিন্দারাও। উস্কানিমূলক মন্তব্য ছড়ানোর অভিযোগ তোলেন তাঁরা। এরপরেই স্থানীয় বাসিন্দা ও বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকদের মধ্যে বচসার সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতিতে পরিণত হয়। সেইসময় খবর করতে গিয়ে কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশবাহিনী।

    বিগত কয়েক মাস ধরে হাকিমপুর সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশে ফিরছেন। এসআইআর শুরু হতেই অনুপ্রবেশকারীরা বাংলাদেশে যেতে শুরু করেছেন, এরকম গুঞ্জন ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালেও বাংলাদেশে যাওয়ার জন্য হাকিমপুর সীমান্তে ভিড় জমিয়েছিলেন বহু বাংলাদেশি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে একটি নির্দির্ষ্ট প্রক্রিয়ায় অনুপ্রবেশকারীদের হাকিমপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে।

    সীমান্ত থেকে বিএসএফদের ট্রাকে করে সোনাই নদীর ধারে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর বিজিবির নৌকোতে করে নদী পার করানো হচ্ছে। শান্তিপূর্ণভাবেই এই কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এদিন হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ। হাতে প্ল্যাকার্ড নিয়ে রোহিঙ্গাদের দেশ ছাড়ার স্লোগান তোলেন বিক্ষোভকারীরা, যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। তখনই স্থানীয়দের সঙ্গে বচসা বাধে বিক্ষোভকারীদের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)