সোমবার অভিষেকের মেগা বৈঠক, পাখির চোখ মতুয়া ও উত্তরবঙ্গ
দৈনিক স্টেটসম্যান | ২১ নভেম্বর ২০২৫
আগামী সোমবার অর্থাৎ ২৪ নভেম্বর তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক হতে চলেছে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ, বিধায়ক-সহ সব স্তরের নেতারা বৈঠকে হাজির থাকবেন। দলের নেতাদের সঙ্গে বিকেল ৪টের সময় ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মতুয়া অধ্যুষিত এলাকা এবং উত্তরবঙ্গ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। সাংসদ ও বিধায়কদের পারফরমেন্স রিভিউও এই বৈঠকে করা হবে বলে সূত্রের খবর।
গত ২০ দিনে বিভিন্ন জেলায় কী রকম কাজ হয়েছে তাঁর খতিয়ান নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছু জেলার ব্লকের কাজ নিয়ে সন্তুষ্ট নন অভিষেক। সেই সব জেলা ও ব্লকের নেতৃত্বদের কাছে জবাবদিহি চাইতে পারেন অভিষেক, সূত্রের খবর। গত ৪ নভেম্বর থেকএ বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন। ফর্ম বিলি করার আগে ৩১ অক্টোবর বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলের বিএলএ-দের সারাক্ষণ বিএলও-দের সঙ্গে লেগে থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি। প্রথম ধাপের কাজ শেষ। এবার দ্বিতীয় ধাপে কী ভাবে কাজ করতে হবে সোমবারের বৈঠক থেকে সেই বিষয়ে নির্দেশিকা অভিষেক দিতে পারেন বলে খবর। তৃণমূল সূত্রের খবর, বৈধ ভোটারের নাম বাদ পড়লে দ্বিতীয় পর্বের মূল কাজ তাঁদের নাম তালিকায় যুক্ত করা। সে জন্য নথির প্রয়োজন হবে। আর তা প্রস্তুত করার জন্য ‘ওয়াররুম’গুলি ব্যবহার করতে চান অভিষেক।
মতুয়া অধ্যুষিত রানাঘাট এবং বনগাঁ লোকসভার অন্তর্গত বিধানসভাগুলিতে দল কী ভাবে কাজ করবে, তা নিয়েও নির্দেশিকা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বিশেষ নজর দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আর মাত্র কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যজুডে় শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধন।
বৃহস্পতিবার অর্থাৎ ২০ নভেম্বর দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়া স্থগিত করার অনুরোধ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, অপরিকল্পিতভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। এসআইআর প্রক্রিয়াকে বিপজ্জনক বলেও বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী। অপরিকল্পিত প্রক্রিয়া শুরু হওয়ায় রাজ্যজুড়ে ভয় ও বিভ্রান্তি বাড়ছে বলে মত তৃণমূলের। সম্প্রতি রাজ্যে দুই বুথ লেভেল অফিসার তথা বিএলও–র মৃত্যু হয়েছে।
এসআইআরের নেপথ্যে বিজেপি তথা কেন্দ্রের রাজনৈতিক স্বার্থ লুকিয়ে রয়েছে বলে দাবি তৃণমূলের। এসআইআরের মাধ্যমে বহু ভোটারের নাম পরিকল্পনামাফিক বাদ যেতে পারে বলেও আশঙ্কা শাসকদলের। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লির বুকে বৃহত্তর আন্দোলনের কথা সাফ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে জেলায় জেলায় এসআইআর ক্যাম্প খুলেছে তৃণমূল কংগ্রেস। এসবের মাঝেই এবার মেগা বৈঠকের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার অর্থাৎ ২৪ নভেম্বর মূলত এসআইআর নিয়েই হবে এই ভার্চুয়াল বৈঠক। দলের সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক পদাধিকারী-সহ মোট ১০ হাজারের বেশি নেতা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর।
এসআইআর নিয়ে দলের নেতারা ঠিক মতো দায়িত্ব পালন করছেন কি না, তা বৈঠকে খতিয়ে দেখা হবে। জেলায় জেলায় সংগঠন জোরদার করার প্রয়োজন আছে কিনা তা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে খবর। গত ২০ দিন কে কেমন কাজ করেছেন, তার রিপোর্ট ইতিমধ্যেই অভিষেকের হাতে এসেছে। তার ভিত্তিতেই সোমবারের বৈঠকে সাংসদ-বিধায়কদের মূল্যায়ন হতে পারে।
অন্য দিকে আগামী ৬ ডিসেম্বর সংহতি দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে এই দিনটিতে প্রতি বছরই ‘সংহতি দিবস’ হিসেবে পালন করে রাজ্যের শাসক দল। এই বছর দলের যুব-ছাত্র ও সংখ্যালঘু সংগঠনকে এই সমাবেশের আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এই সমাবেশের প্রস্তুতি নিয়েও অভিষেকের এই বৈঠকে আলোচনা হতে পারে।