• এসআইআরের প্রতিবাদে মঙ্গলবার মতুয়াগড়ে মিছিল ও সভা মমতার
    দৈনিক স্টেটসম্যান | ২১ নভেম্বর ২০২৫
  • মতুয়াগড়ে মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার অর্থাৎ ২৫ নভেম্বর এসআইআরের প্রতিবাদে ফের পথে নামছেন তিনি। মিছিল শেষে বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করার কথা মুখ্যমন্ত্রীর। রাজ্যজুড়ে চলছে বিশেষ নিবিড় সংশোধন। মতুয়াদের একাংশ মনে করছেন এসআইআরের ফলে তাঁদের অনেকেরই নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। আর সে কারণেই এসআইআরের প্রতিবাদে সরব হয়েছেন মতুয়াদের একাংশ।

    এসআইআরের প্রতিবাদে মমতাবালাপন্থী মতুয়ারা অনশনও করেন। ১৩ দিন পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার করেন মতুয়ারা। এবার মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে মতুয়াগড়ে যাচ্ছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী মতুয়াগড়ে যাবেন বলে খবর। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল হবে। তারপর বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    তার ঠিক একদিন আগে সোমবার নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআরের দ্বিতীয় ধাপে দলের নেতারা ঠিক মতো দায়িত্ব পালন করছেন কি না, তা বৈঠকে খতিয়ে দেখা হবে। জেলায় জেলায় সংগঠন জোরদার করার প্রয়োজন আছে কিনা তা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে খবর।

    এছাড়া মতুয়া অধ্যুষিত এলাকা এবং উত্তরবঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হওয়ার কথা বৈঠকে। তার পরের দিনই অর্থাৎ মঙ্গলবার মতুয়াগড়ে মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের নির্বাচনে মতুয়া ভোট ব্যাঙ্কে তৃণমূল কংগ্রেস বিশেষ নজর রাখছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

    ইতিমধ্যেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়া স্থগিত করার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরিকল্পিতভাবে প্রক্রিয়া চালানোর অভিযোগ করেছেন তিনি। বিপজ্জনক বলেও বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী। এই অপরিকল্পিত প্রক্রিয়া শুরু হওয়ায় রাজ্যজুড়ে ভয় ও বিভ্রান্তি বাড়ছে। বিএলওদের প্রশিক্ষণেরও অভাব রয়েছে বলে চিঠিতে দাবি করেছেন মমতা। নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে বিএলও মৃত্যুর প্রসঙ্গ টেনে এসআইআর প্রক্রিয়া স্থগিত করার আবেদন জানিয়েছেন তিনি।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)