অর্ণবাংশু নিয়োগী: ম্যানহোল মামলায় (Manhole Case) বড় রায় কলকাতা হাইকোর্টেরn (Kolkata High Court)। গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের। দিতে হবে ক্ষতিপূরণ। তৈরি করতে হবে কমিটি। স্পষ্ট জানিয়ে দিল আদালত।
২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি রিজেন্ট পার্ক থানার কুঁদঘাটে ম্যানহোল পরিষ্কার (Manhole Cleaning) করতে গিয়ে ৪ জনের মৃত্যু হয়। ৩ জন গুরুতর আহত হয়। ন্যূনতম সুরক্ষা ছাড়া ওই কর্মীদেরকে ম্যানহোল পরিষ্কার করতে নামানো হয়েছি বলে অভিযোগ। সেই অভিযোগেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। এও অভিযোগ করা হয়েছিল যে, ন্যূনতম কোনও সুরক্ষা ছাড়া কর্মীদের ম্যানহোল পরিষ্কার করতে নামানো ২০১৩ সালের আইনের পরিপন্থী।
এদিন ওই ঘটনায় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের বেঞ্চ মোট ৫টি নির্দেশ দেয়। যেখানে বলা হয়েছে, যে ৪ জনের মৃত্যু হয়, সেই ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। আহতদেরও আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ৩ মাসের মধ্যে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
একইসঙ্গে হাইকোর্ট বলে, এই ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তারজন্য সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী কমিটি তৈরি করতে হবে। আদালতের এই নির্দেশ কার্যকরী করে কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে কলকাতা পুরসভাকে রিপোর্ট দাখিলও করতে হবে।