• সাংসদ-বিধায়করা এলেই উঠে দাঁড়াতে হবে সরকারি কর্মীদের! নতুন ফতোয়া মহারাষ্ট্রে
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড় সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। সরকারি কর্মচারীদের জন্য নতুন ফতোয়া দেবেন্দ্র ফড়নবিশের সরকারের। মহারাষ্ট্রে বিধায়ক এবং সাংসদরা অফিসে এলে সরকারি কর্মচারীকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে হবে। এমনই জানানো হয়েছে নতুন নিয়মে।

    মহারাষ্ট্র সরকার একটি নতুন সরকারি রেজোলিউশন (জিআর) জারি করেছে। এখানে বলা হয়েছে, সাংসদ এবং বিধায়করা তাঁদের অফিসে এলে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদেরকে তাঁদের আসন থেকে উঠে দাঁড়াতে হবে। মুখ্য সচিব রাজেশ কুমার এই আদেশ জারি করেছেন। নির্দেশে আরও বলা হয়েছে, জনপ্রতিনিধিদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তাঁদের সঙ্গে ফোনে কথোপকথনের সময়ও ভদ্র এবং সম্মানজনক ভাষা ব্যবহার করতে হবে সরকারি আধিকারিকদের। সরকারের দাবি, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মীদের মধ্যে কথোপকথন আরও মজবুত এবং ফলপ্রসূ করাই এই নির্দেশের মূল কারণ।

    সভা এবং সরকারী অনুষ্ঠানের জন্য প্রোটোকলের রূপরেখাও দেওয়া হয়েছে এই নির্দেশে। আঞ্চলিক ও জেলা প্রধানদের প্রতি মাসের প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবার সাংসদ, বিধায়ক এবং নাগরিকদের সঙ্গে নির্ধারিত বৈঠকের জন্য দু’ঘণ্টা সময় বরাদ্দ করতে হবে। জরুরি বিষয়ে, জনপ্রতিনিধিরা যেকোনও সময় আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারবেন। সরকারি অনুষ্ঠানে, স্থানীয় প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে হবে। তাঁদের নাম এবং আসন নির্ধারণে সরকারী ক্রম অনুসরণ করতে হবে।

    এছাড়াও সাংসদ এবং বিধায়কদের থেকে পাওয়া চিঠি জমিয়ে রাখার জন্য আলাদা ফাইল তৈরি করতে হবে আধিকারিকদের। এর পাশাপাশি ৬০ দিনের মধ্যে সেই চিঠির জবাব দিতে হবে বলেও জানানো হয়েছে এই নির্দেশে।
  • Link to this news (প্রতিদিন)