• অনুপ্রবেশকারীদের বাঁচাতে SIR বিরোধিতা! কমিশনকে মমতার চিঠির পরই সরব শাহ
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুপ্রবেশকারীদের বাঁচাতেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর বিরোধিতা করছে কিছু রাজনৈতিক দল। রাজ্যে SIR প্রক্রিয়া বন্ধ করার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার পরদিনই সোশাল মিডিয়ায় সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর বক্তব্য, শুধু দেশের সুরক্ষার জন্য নয়, গণতন্ত্রের শুদ্ধিকরণের জন্যও জরুরি SIR।

    এই মুহূর্তে বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া চলেছে। অধিকাংশ বিরোধী শাসিত রাজ্য এই প্রক্রিয়ার বিরোধী। তবে SIR বিরোধিতায় অগ্রণী ভূমিকা নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলেছেন, এই প্রক্রিয়া আসলে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র। SIR-এর প্রতিবাদে বিরোধী শিবিরের মধ্যে সবার প্রথম পথেও নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুক্রবারই তিনি নির্বাচন কমিশনকে চিঠি লিখে বিএলওদের কাজের চাপ, এবং আমজনতার অসুবিধার দিকটা নজরে রেখে SIR বন্ধ করার আর্জি জানিয়েছেন।

    ঠিক তার পরদিনই এক্স হ্যান্ডেলে অমিত শাহ বললেন, ‘ভারতে অনুপ্রবেশ রুখে দেওয়াটা শুধু জাতীয় সুরক্ষার জন্য নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দূষিত হওয়া থেকে বাঁচানোর জন্যও অনুপ্রবেশ রোখাটা জরুরি। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু রাজনৈতিক দল এই অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য যাত্রা বের করছে। কিছু রাজনৈতিক দল নির্বাচন কমিশন যে শুদ্ধিকরণের কাজ করছে, সেটার বিরোধিতা করছে।” অর্থাৎ একাধারে শাহ নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে। 

    সীমান্তে সবসময় অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হয় না। স্পষ্ট ভাষায় নিজের মন্ত্রক এবং সীমান্তরক্ষী বাহিনীর ‘ব্যর্থতা’ নিজেই মেনে নিয়েছিলেন অমিত শাহ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, সীমান্তের পরিস্থিতি সহজ নয়। বহু রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। সীমান্তে সবসময় অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হয় না। অথচ তিনিই ফের বিরোধীদের একযোগে আক্রমণ শানালেন অনুপ্রবেশ ইস্যুতে।
  • Link to this news (প্রতিদিন)