দিনে ১০-১১টি সিগারেট খাওয়ার সমান দূষণ দিল্লিতে! বন্ধ স্কুলের বাইরে খেলাধুলো
প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূষণ ও দিল্লি সমার্থক হয়ে উঠেছে। প্রতিবছর দীপাবলির পর থেকেই দূষণের চাদরে ঢেকে যায় রাজধানী। এবারও তার ব্যতিক্রম হয়নি। দিওয়ালির পর অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনও দূষণের মাত্রা ‘বিপজ্জনক’ স্তরেই রয়েছে। এই অবস্থায় এবার রাজধানীর সমস্ত স্কুলে ‘বাহ্যিক কার্যকলাপ’ বন্ধ করে দেওয়া হল।
একদিন আগেই সুপ্রিম কোর্ট ‘এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’-কে নির্দেশ দিয়েছিল নভেম্বর ও ডিসেম্বরে দিল্লিতে কোনও স্কুলেই যেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা অন্য কোনও ধরনের ‘বাহ্যিক কার্যকলাপ’ না হয়। এবার সেই নির্দেশ মেনেই পদক্ষেপ করল দিল্লি সরকার। নির্দেশিকায় পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লি-এনসিআরের কোনও স্কুলেই কোনও ধরনের স্পোর্টস জাতীয় অনুষ্ঠান আয়োজিত না হয়।
এই সপ্তাহে দিল্লির বাতাসের মান বিপজ্জনক স্তরে নেমে গিয়েছে। যা ‘খুব খারাপ’ এবং ‘গুরুতর’-র মধ্যে ঘোরাফেরা করছে। শুক্রবার দিল্লিতে গড় AQI ছিল 373, যা দিনে প্রায় ১০-১১টি সিগারেট খাওয়ার সমান। প্রসঙ্গত, দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। সম্প্রতি তার ট্রায়ালও হয়। কিন্তু বৃষ্টি হয়েছে না-হওয়ার-মতো। অথচ ইতিমধ্যেই তিনটি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বরং লাফিয়ে বাড়ছে দূষণ। রবিবারও দিল্লির বাতাসের গুণমান ছিল ‘ভীষণ খারাপ’ পর্যায়ে। ‘দমবন্ধ’ অবস্থা দিল্লিবাসীর। আর এই পরিবেশে বাড়ছে অসুস্থতা। বাড়ছে উদ্বেগ। কিছুদিন আগে দূষণ নিয়ে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখান দিল্লিবাসীদের একাংশ। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ। পুলিশের অভিযোগ, অনুমতি না থাকা সত্ত্বেও তাঁরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন।