• বেআইনিভাবে করোনা ওষুধ মজুতের মামলা থেকে মুক্তি, মাঠের বাইরে সুখবর পেলেন গম্ভীর
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে সময়টা ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরের। সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজে হারতে হয়েছে। তারপর ইডেন গার্ডেন্সে মাত্র আড়াই দিনে টেস্ট হার। তাঁর নেওয়ার একের পর এক সিদ্ধান্ত সমালোচিত। সব মিলিয়ে কোচিং কেরিয়ারে বেশ চাপে গম্ভীর। এরই মধ্যে মাঠের বাইরে থেকে তাঁর জন্য এল সুখবর। বেআইনিভাবে করোনার ওষুধ মজুত করার অভিযোগ থেকে মুক্তি পেয়ে গেলেন টিম ইন্ডিয়ার হেডকোচ।

    ভারত যখন করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত, তখন অনেক জায়গাতেই পর্যাপ্ত ওষুধ, অক্সিজেন, বেডের অভাব দেখা দেয়। রাজধানী দিল্লির পরিস্থিতিও বেশ খারাপ হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতিতে গৌতম গম্ভীরের সংস্থার বিরুদ্ধে বিনা অনুমতিতে করোনা চিকিৎসায় ব্যবহৃত ‘ফ্যাবিফ্লু’ ওষুধ প্রচুর পরিমাণে মজুত করার অভিযোগ ওঠে। মৃদু উপসর্গযুক্ত করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার হয়। গৌতম গম্ভীর নাকি তাঁর সংসদীয় এলাকায় বিনামূল্যে এই ওষুধ বিতরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে কারণেই বিপুল পরিমাণ ফ্যাবিফ্লু তিনি মজুত করেছিলেন বলে অভিযোগ ওঠে।

    এই ঘটনা সামনে আসতেই চিকিৎসক দীপক সিং ওই বেআইনি মজুতের বিরুদ্ধে কোর্টে মামলা করেন। সেই মামলায় ট্রায়াল কোর্ট গম্ভীর তাঁর স্ত্রী, মা এবং তাঁর সংস্থাকে দোষী সাব্যস্ত করে ট্রায়াল কোর্ট। ভারতীয় দলের হেডকোচ ও তাঁর সঙ্গীদের সমনও পাঠানো যায়। সেই সমনের বিরুদ্ধে পালটা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন গম্ভীররা। তাঁদের আর্জি গ্রহণ করে দিল্লি হাই কোর্টের বিচারপতি নীনা বনশল কৃষ্ণা সাফ জানিয়ে দিলেন, গম্ভীরদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ খারিজ করা হল। ফলে আপাতত আইনি বিবাদ থেকে মুক্ত হলেন ভারতীয় দলের হেডকোচ।
  • Link to this news (প্রতিদিন)