• ইডি তল্লাশি রুখতে ছেড়ে দিলেন পোষ্য কুকুর! ধানবাদের ঠিকাদারের কীর্তিতে অবাক তদন্তকারীরা
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
  • শেখর চন্দ্র: অবৈধভাবে কয়লা খনন, ঠিকাদারির জোরে লক্ষ, কোটি ‘কালো টাকা’র মালিক হয়ে উঠেছেন। সেই কালো টাকার উৎস, এই চক্রে কার কার যোগ আছে, এসব খতিয়ে দেখতে আয়কর দপ্তর, সিবিআই, ইডি ? সবাই তল্লাশি চালিয়েছে ধানবাদের ঠিকাদার লালবাবু ওরফে এলবি সিংয়ের বাড়িতে। শুক্রবার সকাল থেকে কয়লা কেলেঙ্কারিতে ইডি এলবি সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে। আর তা আটকাতে এবার নিজের পোষ্য কুকুরদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল লালবাবুর বিরুদ্ধে। তার এই কীর্তিতে অবাক দুঁদে গোয়েন্দারাও। শেষমেশ ঘণ্টাখানেক গেটের বাইরে অপেক্ষা করে তবেই বাড়িতে ঢুকতে পারে ইডির দল।

    ঠিক কী ঘটেছে? কয়লা কেলেঙ্কারির কিনারা করতে শুক্রবার সকাল থেকে বাংলা ও সংলগ্ন রাজ্যগুলিতে মোট ৪০ টি জায়গায় তল্লাশি শুরু করে ইডির দল। সকাল তখন প্রায় ৭টা। ধানবাদে এলবি সিংয়ের বাড়ির সামনে হাজির হন তদন্তকারীরা। সঙ্গে নিরাপত্তা বাহিনী। তাঁরা জানিয়েছেন, সেসময় গেটের ভিতরে এলবি সিংয়ের পোষ্য সাতটি কুকুর ছাড়া ছিল, তারা ঘোরাঘুরি করছিল। বাইরে এতজন অচেনা লোকজন দেখে কুকুরেরা চেঁচামেচি শুরু করে। সাত সাতটি হাস্কি প্রজাতির কুকুরের চিল-চিৎকারে কার্যত থমকে যান তদন্তকারীরা। প্রায় ঘণ্টা খানেক ধরে বাইরেই অপেক্ষা করেন তাঁরা। পরে অবশ্য কুকুরদের ভিতরে নিয়ে যাওয়ার পর ইডির দল এলবি সিংয়ের বাড়িতে তল্লাশি চালায়।

    এই প্রথম নয়, বছর দশেক আগে বিসিসিএলের এক টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সেসময় এলবি সিংয়ের অনুগামীরা ঘিরে ধরেছিল সিবিআই আধিকারিকদের। বোমাবাজিও হয়। এসবের জেরে সিবিআই তল্লাশি না করেই ফিরে যায়। প্রায় একই ঘটনা ঘটেছিল সন্দেশখালিতে, ২০২৪ সালের জানুয়ারি মাসে। রেশন দুর্নীতির তদন্তে সেখানকার দুঁদে নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যাওয়া ইডির উপর হামলা চলে। একইভাবে ফিরে যেতে হয় ইডিকেও। আর এবার পোষ্য কুকুরদের ছেড়ে দিয়ে ইডিকে আটকানোর চেষ্টা করল কুখ্যাত ঠিকাদার এলবি সিং।
  • Link to this news (প্রতিদিন)