• যুবশক্তিকে উৎসাহ যোগীর, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নজর কাড়ল উত্তরপ্রদেশ
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তত্ত্বাবধানে রাজ্যের যুব প্রজন্ম নয়া সম্ভাবনার দিকে এগিয়ে চলেছে। ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (আইআইটিএফ) রাজ্যের তরুণ প্রতিভারা নিজেদের মেলে ধরতে সক্ষম হল। এই তরুণ প্রজন্মকে চালিত করার জন্য যোগী সরকার সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করতে বদ্ধপরিকর।

    উত্তরপ্রদেশের যুবকেরা যেন চাকরি খোঁজার পরিবর্তে চাকরি তৈরি করতে পারে, এই লক্ষ্যেই কাজ করছে সরকার। আর এই লক্ষ্য পূরণের জন্য তিনটি মূল কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ‘রোজগার মেলা’, ‘সিএম যুবা’ প্রোগ্রাম এবং ‘এক জেলা, এক পণ্য’ প্রকল্প।

    ‘রোজগার মেলা’ কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। ‘সিএম যুবা’ আগ্রহীদের উৎসাহিত করছে। আর ‘এক জেলা এক পণ্য’ স্থানীয় বানিজ্যে এনেছে আমূল পরিবর্তন।

    ‘সিএম যুবা’ প্রকল্পের মাধ্যমে তরুণদের পরামর্শ দেওয়া হয়। এর ফলে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারেন। যুবকদের জন্য সরকারের এই প্রকল্প কর্মসংস্থানের জোগান বাড়িয়েছে।

    ‘এক জেলা, এক পণ্য’ হাজার হাজার বেকার ছেলেমেয়ের জন্য দারুণ এক সুযোগ। এর ফলে নানা ধরনের ছোট ব্যবসা কিংবা শিল্প নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। এমনকী হস্তশিল্পে দারুণ উন্নতির দেখা মিলেছে রাজ্যে।

    আইআইটিএফ-এর মতো মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে তরুণ শিল্পপতিদের উপস্থিতি রাজ্যের কর্মসংস্থান ও উন্নয়নের প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। হস্তশিল্প থেকে কৃষি-ভিত্তিক শিল্প—সব ক্ষেত্রেই পরিবর্তন দেখা মিলছে। যোগী সরকারের এই পদক্ষেপ উত্তরপ্রদেশকে একটি আত্মনির্ভর রাজ্য হিসেবে তুলে ধরেছে।
  • Link to this news (প্রতিদিন)