নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়! ‘দেশছাড়া হওয়ার ভয়ে’ মৃত্যু ৮৩’র বৃদ্ধার
প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
সৈকত মাইতি, তমলুক: এসআইআর আতঙ্কে (SIR Fear) ফের মৃত্যুর অভিযোগ রাজ্যে। এবার প্রাণ গেল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা এক বৃদ্ধার। শোনা যাচ্ছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না তাঁর ও ছেলের। সেই কারণে দেশছাড়া হওয়ার আতঙ্ক জাঁকিয়ে বসেছিল তাঁর মনে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ভোগপুরের বাসিন্দা কেশিমন বিবি। তাঁর বয়স ৮৩ বছর। স্থানীয় সূত্রে খবর, ২০০২ সালের ভোটার লিস্টে নাম ছিল না কেশিমন বিবি ও তাঁর ছেলের। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন বৃদ্ধা। আশঙ্কা করছিলেন, হয়তো এতবছরের ভিটেমাটি ছাড়তে হবে। অবসাদে ভুগতে শুরু করেছিলেন তাঁরা। এরই মাঝে বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়েন কেশিমন বিবি। বাড়িতেই মৃত্যু হয় তাঁর। পরিবারের দাবি, এসআইআর (SIR in Bengal) আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধার।
একইদিনে মুর্শিদাবাদে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এক্ষেত্রেও অভিযোগ, এসআইআর আতঙ্কেই (SIR Fear) মৃত্যু। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত, বাংলায় এসআইআর ঘোষণার পর থেকেই জনমানসে ছড়িয়েছে আতঙ্ক। আমজনতার মনে হাজার প্রশ্ন-ভয়। যার পরিণতি হচ্ছে মর্মান্তিক। দেশছাড়া হওয়ার আতঙ্কে অনেকেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। তবে শুধু তা-ই নয়, বিএলওরা কাজের চাপে আত্মহত্য়া করছেন, এমন অভিযোগও উঠছে।