• বিজেপির বিভাজনের রাজনীতি রোখার ডাক লিবারেশনের, ফের রাজ্য সম্পাদক অভিজিৎ
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
  • স্টাফ রিপোর্টার, বারাকপুর: বাংলার বুকে বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে প্রতিহত করার ডাক দিল সিপিআই (এমএল) লিবারেশন। রাজ‌্য সম্মেলন থেকে একইসঙ্গে লিবারেশনের বার্তা, বাংলায় চাই বামপন্থার পুনর্জাগরণ। পাশাপাশি লিবারেশনের সম্মেলন থেকে পুনরায় রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রয়াত চারু মজুমদারের পুত্র অভিজিৎ মজুমদার।

    ১৮ থেকে ২০ নভেম্বর নৈহাটির ঐক‌তান মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল লিবারেশনের ১৩তম রাজ‌্য সম্মেলন। সম্মেলন থেকে পুনরায় রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিজিৎ মজুমদার। নতুন রাজ‌্য কমিটি গঠন হয়েছে ৬৭ জনকে নিয়ে। কমিটিতে নতুন মুখ ১৮ জন। লিবারেশনের এবার ১৩তম রাজ্য সম্মেলনের বার্তা, ‘বাংলার বুকে চাই বামপন্থার পুনর্জাগরণ’। সম্মেলনে উপস্থিত কমবেশি ৩৬০ জন প্রতিনিধি এ নিয়ে আলোচনার পাশাপাশি লিবারেশনের পরবর্তী কর্মসূচির রূপরেখা ঠিক হয়েছে। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচিও নেওয়া হয়েছে।

    রাজ্য কমিটির সদস্য দেবজ্যোতি মজুমদার জানিয়েছেন, ‘‘গোটা দেশে বামপন্থার ঐতিহ্য বাংলা থেকে ছড়িয়ে দিতে হবে। বামপন্থী সকল সংগঠন একত্রিত হয়ে তৃতীয় শক্তি হিসাবে নিজেদের দ্রুত বিকশিত না করতে পারলে বিজেপি সুযোগ পেয়ে যাবে।’’ সম্মেলন থেকে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে এসআইআরের মাধ‌্যমে গরিব-শ্রমজীবী মানুষকে উদ্বাস্তু করার চক্রান্তের বিরুদ্ধে। তিনদিন ধরে চলা লিবারেশনের রাজ‌্য সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ছাড়াও কার্তিক পাল, পার্থ ঘোষ, বাসুদেব বসু প্রমুখ নেতৃত্ব।
  • Link to this news (প্রতিদিন)