• অ্যাডভেঞ্চারের নেশা, দাদার নিষেধ উড়িয়ে পাহাড়ি নদীতে নেমে মৃত্যু কিশোরের
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: অ্যাডভেঞ্চারের নেশা ছিল দশম শ্রেণির ছাত্রের। পাহাড়ি নদীতে সাঁতার কাটবে, সেই অ্যাডভেঞ্চারের নেশা চেপে বসেছিল মনে। দাদার বারণ অমান্য করে জলে নেমেছিল সে। সেই জলে নামাই কাল হল। নদীতে ডুবে মৃত্যু হল ওই কিশোরের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার (Alipurduar) শহর লাগোয়া ভোলার ডাবরি এলাকায়। মৃতের নাম গৌরব পাসোয়ান। ঘটনায় এলাকায় শোকের ছায়া।

    জানা গিয়েছে, আজ শুক্রবার দাদা সৌরভ পাসোয়ানের সঙ্গে স্কুল গিয়েছিল ওই কিশোর। দু’জনের বয়সের ফারাকও তেমন একটা নয়। স্কুল ছুটির পর দুই ভাই বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে গিয়েছিল। কাছেই বয়ে চলে কালকূট নদী। অ্যাডভেঞ্চারের নেশায় ওই পাহাড়ি নদীতে স্নান করার ইচ্ছাপ্রকাশ করেছিল ভাই। সেই মতো দু’জনেই জলে নেমেছিল। নদীর পাড়ের কাছাকাছি জায়গায় তাদের বুক সমান জল ছিল। কিন্তু গৌরব চেয়েছিল নদী পেরিয়ে ওপাড়ে যেতে। দাদা ভাইকে আরও বেশি জলে যেতে বারণ করে। দিকে জলও বাড়ছিল নদীতে।

    কিন্তু দাদার কথা অমান্য করে আরও দূরে যাওয়ার চেষ্টা করে ওই দশম শ্রেণির ছাত্র। দাদা ভাইকে ফিরতে বলে নিজেও পাড়ে উঠছিল। কিছু সময় পরে ভাইয়ের সাড়া পায় না সৌরভ। পিছনে ঘুরে সে দেখে ভাইয়ের মুখ দিয়ে জল, বালি ঢুকতে শুরু করেছে। তার কাছে পৌঁছনোর আগেই ওই কিশোর নদীতে ডুবে যায়। খবর পেয়ে আশপাশের এলাকা থেকে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয়রা। কিছু সময়ের মধ্যেই নদী থেকে ওই কিশোরকে উদ্ধার করা হয়। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    চোখের সামনে ভাইয়ের মৃত্যু দেখে ভেঙে পড়েছে দাদা। ছেলের মৃত্যুর খবরে অঝোরে কাঁদছেন পরিবারের লোকজন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)