থাকে না ডেটা, লাগে না ফোন নম্বর! দিল্লি কাণ্ডের পর ‘সেশন’ অ্যাপ নিয়ে সতর্ক বঙ্গ পুলিশ
প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
অর্ণব আইচ: সে এক বিচিত্র প্রযুক্তি। বিপজ্জনকও বটে! যার দৌলতে অ্যাপটি খুলতে কোনও মোবাইল নম্বরের দরকার পড়ে না। অ্যাপে চ্যাটের ‘মেটাডেটা’ও মজুত থাকে না। ফলে অ্যাপ মারফত কী কথাবার্তা বা চ্যাট হয়েছে, তার হদিশ পাওয়া প্রায় অসম্ভব। এই কারণে জঙ্গি সংগঠনগুলির কাছে এই মুহূর্তে ‘সেশন’ অ্যাপের বিপুল কদর। এমনকী, দিল্লির বিস্ফোরণে জড়িত জঙ্গিরাও তা ব্যবহার করেছে বলে গোয়েন্দরা জানতে পেরেছেন। তাই এবার সারা দেশজুড়ে গোয়েন্দাদের বিশেষ নজরে ‘সেশন’ অ্যাপ। পশ্চিমবঙ্গের পুলিশও (Bengal Police) সতর্ক। এই রাজ্যের কেউ ‘সেশন’ অ্যাপ ব্যবহার করছে কি না, সেদিকে তাদের কড়া নজর বলবৎ।
গোয়েন্দা-সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণের কারিগর জইশ-ই-মহম্মদের ফরিদাবাদ-সাহারানপুর মডিউলের দুই ‘জঙ্গি’ চিকিৎসক মুজাম্মিল ও উমর নিজেদের মধ্যে ‘সেশন’ অ্যাপে যোগাযোগ রাখত। তারা পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গেও যোগাযোগ করত সেশন অ্যাপের মেসেঞ্জারে! অ্যাপটিতে এমন কিছু বিশেষত্ব রয়েছে, যাতে বহু তথ্য গোপন করা যায়। অ্যাকাউন্ট তৈরি করতে কোনও মোবাইল নম্বর দিতে হয় না, শুধু ব্যবহারকারীর নাম দিলেই কেল্লাফতে। সে ক্ষেত্রে ভুয়ো নামও দেওয়া যায়। জঙ্গিরা ভুয়ো নামেই অ্যাপে অ্যাকাউন্ট খোলে। সেশনের মেসেঞ্জারে কোনও চ্যাট মেটাডেটা মজুত করা থাকে না। তাই কে, কার সঙ্গে, কী কী চ্যাট করেছে, ধরার উপায় নেই। সেই সুবিধা নিয়ে জঙ্গিরা সেশন মারফত ইচ্ছেমতো নিজেদের মধ্যে যোগাযোগ রেখে গিয়েছে।
ঘটনা হল, সাধারণত কোনও অ্যাপে জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগ করলে গোয়েন্দারা তাদের মোবাইল বা ল্যাপটপের আইপি অ্যাড্রেসের মাধ্যমে উৎস খোঁজার চেষ্টা করেন। সেই সূত্রে তাদের অবস্থানও জানা যায়। কিন্তু সেশন অ্যাপ ব্যবহারকারীর পরিচয় গোপন করতে সক্ষম। সে ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস মাস্ক করে দেয়। দেখানো হয়, অন্য কোনও সার্ভার থেকে যোগাযোগ হচ্ছে। তাই ব্যবহারকারীর আসল ‘লোকেশন’ বোঝা যায় না। অ্যাপ খোলার সময় মোবাইল নম্বর প্রয়োজন না হওয়ায় মোবাইল নম্বরের সূত্র ধরে জঙ্গিদের সন্ধান পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। জঙ্গিরা এরই ফায়দা নিচ্ছে। গোয়েন্দারা জেনেছেন, দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় ধৃত চিকিৎসক মুজম্মিল ‘আবু উসাকা’ নামে হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখত। ওই হ্যান্ডলার তুরস্কের নম্বর ব্যবহার করত। সে-ই মুজাম্মিল ও ওমরকে সেশন অ্যাপ ব্যবহারের পরামর্শ দেয়।