• চিংড়িহাটা মেট্রোর কাজ শুরুতে ‘বাধা’, জট কাটাতে ফের হাই কোর্টে RVNL
    প্রতিদিন | ২১ নভেম্বর ২০২৫
  • গোবিন্দ রায়: চিংড়িহাটা মেট্রো নিয়ে রাজ্য ও মেট্রো কর্তৃপক্ষের দড়ি টানাটানি। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ওই সংস্থা।

    শুক্রবার মামলার শুনানিতে হাই কোর্টে আরভিএনএলের দাবি, রাজ্যের সঙ্গে মেট্রোর বৈঠকের পরেও চিংড়িহাটায় শুরু করা যাচ্ছে না মেট্রোর (Chingrighata Metro) কাজ। যৌথ বৈঠকে সিদ্ধান্তের পরেও রাস্তা বন্ধ করছে না প্রশাসন। আইনজীবীর দাবি, যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল নভেম্বরের শনি ও রবিবার রাস্তা বন্ধ রেখে মেট্রোর কাজ হবে। সেটা কার্যকর না হওয়ায় আটকে আছে মেট্রোর কাজ। রাজ্যের তরফে জানানো হয়, ইডেনে টেস্ট ম্যাচ এবং ম্যারাথন থেকে রাস্তা বন্ধ করা যাচ্ছে না। RVNL-কে লিখিত আকারে আবেদন জানানোর নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

    বেশ কয়েকমাস আগে প্রধানমন্ত্রী কলকাতায় এসে তিনটি রুটে মেট্রো উদ্বোধন করেন। মেট্রোপথ সম্প্রসারণের নানা পরিকল্পনাও রয়েছে। বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যায়। তবে বিমানবন্দর পর্যন্ত পরিষেবা নেই। আইনি জটিলতায় আটকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর মাত্র ৩৬৬ মিটারের কাজ। গত ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরুর কথা ছিল। নভেম্বরের শেষেও শুরু করা যায়নি কাজ। কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। সেই অনুযায়ী মেট্রো, রাজ্য-সহ সবপক্ষকে বৈঠকে বসার কথা বলা হয়। হাই কোর্টের নির্দেশ মেনে বৈঠকও বন্ধ। চলতি মাসেই কাজ শুরুর কথা ছিল। তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, রাজ্যের অসহযোগিতায় কাজ শুরু সম্ভব হয়নি। মেট্রোর কাজ শুরুর জন্য আদালতের হস্তক্ষেপের দাবি জানায় আরভিএনএল। শুক্রবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ আরভিএনএলকে সমস্যার কথা লিখিত আকারে জানানোর নির্দেশ দিয়েছে। লিখিত আবেদন পাওয়ার পর আগামিদিনে হাই কোর্ট কী পদক্ষেপ করে, সেদিকে তাকিয়ে সকলে।
  • Link to this news (প্রতিদিন)