• এসআইআরের ফর্ম সংগ্রহ করতে গিয়ে মহেশতলায় মার খেলেন এক বিএলও! গ্রেফতার মূল অভিযুক্ত
    আনন্দবাজার | ২১ নভেম্বর ২০২৫
  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের ফর্ম সংগ্রহ করতে গিয়ে প্রহৃত হলেন এক বুথ লেভেল অফিসার (বিএলও)। বুকে-পাঁজরে আঘাত নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ৩১ নম্বর ওয়ার্ড এলাকায়। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত।

    স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার ৩১ নম্বর ওয়ার্ডের ২৪৪ নম্বর পার্টে বাড়ি বাড়ি ফর্ম সংগ্রহ করতে গিয়েছিলেন বিএলও সন্তু চক্রবর্তী। অভিযোগ, ওই এলাকার বাসিন্দা জনৈক সায়ন্তন সিংহ অতর্কিত তাঁকে আক্রমণ করেন। বিএলও-র দাবি, হঠাৎই তাঁর পরিচয়পত্র দেখতে চান। সন্তুর গলাতেই পরিচয়পত্র ঝোলানো ছিল। তার পরেও তিনি সেটা নজরে আনেন ওই যুবকের।

    সন্তু জানান, তিনি নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মী এবং বিএলও-র দায়িত্ব পালন করছেন। অভিযোগ এর পরেও বিনা প্ররোচনায় ওই স্থানীয় যুবক বিএলও-র শার্টের কলার ধরে টানাটানি শুরু করেন এবং তাঁকে বেধড়ক মারধর করেন। সন্তুর দাবি, তিনি গুরুতর ভাবে আহত হয়েছেন।

    ওই ঘটনার পরে ‘আক্রান্ত’ বিএলও মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সায়ন্তনকে গ্রেফতার করেছে পুলিশ। আলিপুর আদালত তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই ঘটনায় বিএলও-দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সন্তু। শুক্রবার শারীরিক অসুস্থতা নিয়েও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহের দায়িত্ব পালন করছেন তিনি।
  • Link to this news (আনন্দবাজার)