সকালে দু’ঘণ্টা কলকাতায় রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা যাবে না কোনও গাড়ি! সিদ্ধান্ত মেয়র ফিরহাদের, শীঘ্রই কার্যকর
আনন্দবাজার | ২১ নভেম্বর ২০২৫
সকালে দু’ঘণ্টা কলকাতায় রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না। এমনটাই সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কলকাতায় রাস্তার ধারে কোনও গাড়ি পার্ক করে রাখা যাবে না। এই মর্মে নির্দেশিকা জারি করার জন্য কলকাতার পুর কমিশনার সুমিত গুপ্তকে নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
শুক্রবার পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচিতে পার্কিং সংক্রান্ত একটি অভিযোগ পান ফিরহাদ। তার পরেই সকালের দিকে শহরে দু’ঘণ্টা রাস্তার ধারে পার্কিং বন্ধ করার জন্য উদ্যত হন তিনি। ‘টক টু মেয়র’ শেষে সংবাদিক বৈঠকে ফিরহাদ জানান, শহর পরিষ্কার করতে সমস্যায় পড়তে হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীদের। অনেক সময় রাস্তার ধারে গাড়ি পার্ক করে রাখার কারণে পরিষ্কার করা যাচ্ছে না শহরের রাস্তা। সেই কারণেই সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কলকাতায় রাস্তার ধারে পার্কিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ওই সময়ে রাস্তার ধারে পার্কিং করা যাবে না, পুর কমিশনারকে এই মর্মে অবিলম্বে নির্দেশিকা জারি করার জন্য বলেছেন তিনি।
‘টক টু মেয়র’ কর্মসূচির মাধ্যমে প্রতি শুক্রবার শহরবাসীর সমস্যার কথা শোনেন ফিরহাদ। মেয়রকে ফোন করে সরাসরি নিজেদের সমস্যা এবং অভিযোগ জানাতে পারেন কলকাতাবাসী। এই শুক্রবারও চলছিল সেই কর্মসূচি। সেখানে হালতুর কায়স্থপাড়ার খালপাড়ের বাসিন্দা রাজশেখর ঘোষ ফোন করেন মেয়রকে। ফিরহাদের কাছে তিনি অভিযোগ জানান, খালপাড় সংলগ্ন রাস্তায় কেউ দিনের পর দিন গাড়ি অবৈধ ভাবে পার্ক করে চলে যাচ্ছেন। এর ফলে রাস্তার ওই অংশটুকু নিয়মিত পরিষ্কার করা যাচ্ছে না। প্রতিদিন সেখানে ময়লা জমছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে বলে অভিযোগ জানান রাজশেখর।
ওই অভিযোগ শুনেই দ্রুত খালপাড় সংলগ্ন ওই রাস্তা পরিষ্কার করার জন্য পুর প্রশাসনকে নির্দেশ দেন মেয়র। একই সঙ্গে পুর কমিশনারকে নির্দেশ দেন, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কলকাতায় রাস্তার ধারে পার্কিং বন্ধ করতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করার জন্য বলেন তিনি। কোথাও এমন কিছু ঘটনা দেখলে পুলিশকে জানানোর জন্যও শহরবাসীকে অনুরোধ করেন মেয়র। তাঁর মতে, অনেক ক্ষেত্রে গাড়ি বছরের পর বছর ধরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার ফলে রাস্তায় ওই অংশে ময়লা জমছে।
পাশাপাশি ফিরহাদ এ-ও বলেন, “একটি বিস্ফোরণ হওয়ার পরে অ্যাকশন নেয় পুলিশ। পুলিশ কেন এই গাড়িগুলির বিরুদ্ধে কেস করবে না, কেন এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না!” এ বিষয়ে পুলিশ কমিশনারকেও চিঠি পাঠানো হবে বলে জানান মেয়র। সম্প্রতি দিল্লিতে লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণ হয়েছে। তাতে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ হেন পরিস্থিতিতে ফিরহাদের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।