ইরানের চ্যাম্পিয়ন ক্লাব বাম খাতুন এফসিকে ৩-১ হারিয়ে মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু করেছিল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ইউহান জিয়াংদা ডব্লিউএফসির বিরুদ্ধে ড্র করলেই নিশ্চিত হয়ে যেত শেষ আট। কিন্তু ০-২ গোলে হারের ফলে শেষ ম্যাচে উজ়বেকিস্তানের পিএস নাসাফের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট চাই ফাজ়িলা ইকওয়াপুটদের।
এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করে ইউহান। প্রথম ম্যাচে এফসি নাসাফের সঙ্গে ড্র করায় মরিয়া মনোভাব লক্ষ্য করা গিয়েছে ইউহানের ফুটবলারদের মধ্যে। সেই সঙ্গে ছিল ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা। ৮ মিনিটেই এগিয়ে যায় ইউহান। সং ফেইয়ের বাড়ানো মাটিঘেঁষা বল থেকে গোল করেন ওয়াং শুয়াং। বলা বাহুল্য রক্ষণে তাঁকে বাধা দেওয়ার মতো কেউ ছিলেন না।
নয় মিনিট পরেই দ্বিতীয় গোল ইউহানের। লাল-হলুদ গোলরক্ষক এলাংবাম পান্থোই বক্সের মধ্যেই ফাউল করেন ওয়াংকে। পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন সেই ওয়াং। দু’গোলে পিছিয়ে থাকা অবস্থায় আক্রমণের ঝাঁঝ বাড়ালেও ফাইনাল থার্ডে পৌঁছে বারবার বল হারাচ্ছিলেন ফাজ়িলারা। অসংখ্য ভুল পাসও হয়। গতি ও দক্ষতায় বারবার জ্যোতি চৌহানদের টেক্কা দিচ্ছিল গত বারের চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে আশা করা গিয়েছিল অন্য ইস্টবেঙ্গলকে দেখা যাবে। কিন্তু সমর্থকদের হতাশ করলেন ফাজ়িলারা। বরং ইউহান ব্যবধান বাড়াতে পারেনি লাল-হলুদ গোলরক্ষকের সৌজন্যে। নিশ্চিত কয়েকটি সুযোগ তাঁর হাতে প্রতিহত হয়।
দু’ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট এখন ৩, রয়েছে দ্বিতীয় স্থানে। ইউহান দু’ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ আট নিশ্চিত করল। অন্য ম্যাচে বাম খাতুন ১-০ গোলে নাসাফকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে উঠে এল তৃতীয় স্থানে।