• চালু হচ্ছে রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এসি লোকালের নতুন স্টপেজ, দেখে নিন তালিকা
    এই সময় | ২২ নভেম্বর ২০২৫
  • শীত পড়তেই সুখবর দিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। ইতিমধ্যে রাজ্যের ৩টি রুটে এসি লোকাল চালু হয়েছে। ঠাসা যাত্রী নিয়ে ছুটছে নিয়মিত। এ বার বনগাঁ-রানাঘাট-শিয়ালদহ এসি লোকালের জন্য পরীক্ষামূলক ভাবে অতিরিক্ত স্টপেজ চালু করছে পূর্ব রেলওয়ে।

    শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে, রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এসি লোকাল এ বার থেকে গোপালনগর স্টেশনে (রানাঘাট–বনগাঁ সেকশনে) এবং বামনগাছি স্টেশনেও (বনগাঁ–বারাসত সেকশনে) দাঁড়াবে। আগামী কাল অর্থাৎ শনিবার থেকেই তা চালু হচ্ছে।

    ৩১ ডিসেম্বর পর্যন্ত গোপালনগর এবং বামনগাছির যাত্রীরা এসি লোকালের সুবিধা পাবেন। সব ঠিকঠাক থাকলে ভবিষ্যতেও তা চালু থাকতে পারে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে কোনও নিশ্চয়তা দেননি পূর্ব রেল কর্তৃপক্ষ।

    রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ রুটে এসি লোকাল ট্রেনের জন্য অতিরিক্ত স্টপেজের দাবি উঠছিল গত কয়েক মাস ধরেই। পূর্ব রেল কর্তৃপক্ষের কাছেও এই প্রস্তাব দেওয়া হয়েছিল। তার পর থেকেই এই নিয়ে চিন্তাভাবনা চলছিল। অবশেষে পরীক্ষামূলক ভাবে তা চালু হতে চলেছে।

  • Link to this news (এই সময়)