SIR করতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত কোন্নগরের BLO, ভর্তি হাসপাতালে
আজ তক | ২২ নভেম্বর ২০২৫
SIR প্রক্রিয়া যত এগোচ্ছে, ততই বিভিন্ন ঘটনা সামনে আসছে। কোনও কোনও জায়গায় তো শিরোনামে উঠে আসছেন বিএলও-রা। এই প্রতিবেদনেও তেমনই একটি ঘটনার কথা জানান হল। আসলে SIR-এর কাজ করতে গিয়ে সেরিব্রাল অ্যাটাক হয় হুগলির কোন্নগরের বিএলও তপতী বিশ্বাসের। কোন্নগর মাতৃসদন হাসপাতালে তাকে দেখতে যান শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভু্দীপ সরকার। উত্তরপাড়া থানার পুলিশ আধিকারিকরাও তপতীদেবী ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। সবরকম সহযোগীতার আশ্বাস দেন। একইসঙ্গে তাঁকে বিএলও-র কাজ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। এই প্রসঙ্গে তপতীর স্বামী প্রবীর বিশ্বাস জানান, কিছুটা স্থিতিশীল আছেন তিনি। তাঁকে বিএলও-র কাজ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
তপতী বিশ্বাসের পরিবারের সদস্য সমীরণ বিশ্বাস বলেন, 'কাকিমার ব্রেনের এমআরআই করাতে হবে। এমআরআই রিপোর্ট আসার পর বোঝা যাবে মস্তিষ্কে রক্তক্ষরণ কতটা হয়েছে। তাঁর চিকিৎসার যাবতীয় খরচ এখনও পর্যন্ত পরিবার থেকে বহন করা হচ্ছে। মহকুমাশাসক এসেছিলেন পাশে সহযোগীতার আশ্বাস দিয়েছেন।'