দেশের প্রথম AI-চালিত শহর হয়ে উঠছে লখনউ! নজির গড়ল যোগীরাজ্য
প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দূরদর্শী নেতৃত্বে উত্তরপ্রদেশ এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বিশ্বব্যাপী দৃষ্টান্ত তৈরি করছে। প্রযুক্তির সাহায্যে রাজ্যকে উন্নয়নের শীর্ষে পৌঁছে দেওয়াই যোগীর লক্ষ্য। বহু দেশ যখন জনসেবার জন্য AI নিয়ে পরীক্ষা চালাচ্ছে, উত্তরপ্রদেশ তখন বৃহৎ পরিসরে সরকারি পরিষেবায় কাজে লাগিয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তাকে।
রাজ্যের রাজধানী লখনউকে ভারতের প্রথম সম্পূর্ণ AI-প্রযুক্তিনির্ভর শহর হিসেবে গড়ে তোলা হচ্ছে। রাজ্যে এআই ইনোভেশন হাব ও ১০ হাজারেরও বেশি GPU সহ সুপারকম্পিউটিং পরিকাঠামো রয়েছে। বহুভাষিক এআই মডেল কাজে লাগানো হচ্ছে বিভিন্ন সরকারি পরিষেবায়।
স্বাস্থ্যক্ষেত্রেও এআই বিপ্লব এনেছে। ফতেহপুরে চালু হয়েছে দেশের প্রথম এআই-ভিত্তিক স্তন ক্যান্সার স্ক্রিনিং সেন্টার। এটি প্রাথমিক রোগ নির্ণয়ে সাহায্য করবে। সরকারি মেডিক্যাল কলেজগুলিতে এআই এবং ক্লাউড কম্পিউটিং-এর কোর্স করানো হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে।
কৃষি ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাঙ্কের ‘UP AGREES’ প্রকল্পের মাধ্যমে ১০ লাখেরও বেশি কৃষককে AI পরিষেবা দেওয়া হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস এবং মাটির গুনাগুণ বিশ্লেষণ করে বাড়ানো হচ্ছে ফসলের উৎপাদন।
জন পরিষেবায় উন্নত ফেসিয়াল রেকগনিশন, রিয়েল-টাইম গাড়ি ট্র্যাকিং প্রভৃতি প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। কারাগারেও ‘জার্ভিস’-এর মতো AI প্ল্যাটফর্ম বসানো হয়েছে।
রাজস্ব পরিচালনায় এই প্রযুক্তি ভূমি রেকর্ড ডিজিটালাইজড করছে। অবৈধ খনন এবং জমি দখল স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত সম্ভব হয়েছে। NIC-র ‘ধ্বনি’ প্ল্যাটফর্মটি সরকারি সমস্ত বিভাগগুলির মধ্যে যোগাযোগ রক্ষা করতে ব্যবহার করা হচ্ছে। এটি AI অপারেটিং সিস্টেম রূপে কাজ করছে।