চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যুর নেপথ্যে স্কুলের ‘অবহেলা’! জয়পুরের স্কুলকে শোকজ সিবিএসই-র
প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসের শুরুতেই গোটা দেশ শিউরে উঠেছিল একটি সিসিটিভি ফুটেজ দেখে। এক ৯ বছরের ছাত্রীর বারান্দা থেকে লাফ দেওয়ার দৃশ্য। মনে করা হয় আত্মহত্যাই করেছে সে। এরপর থেকেই নজরে নীরজা মোদি স্কুল নামের সেই স্কুল। এবার সেই স্কুলকে শোকজ করল সিবিএসই। ৩০ দিনের মধ্যে তাদের বিস্তারিত উত্তর দিতে বলা হয়েছে।
গত ৩ নভেম্বর, ছাত্রীমৃত্যুর অব্যবহিত পরেই সিবিএসই-র দুই সদস্যের তদন্তকারী কমিটি ঘটনাস্থলে হাজির হয়ে গিয়েছিল। পরদিনই জানানো হয়েছিল, স্কুলটিতে নিরাপত্তা থেকে নজরদারি- সবেতেই গলদ রয়েছে। এমনকী কোনও পড়ুয়াকে উত্যক্ত করা হলে শিক্ষকদের প্রতিক্রিয়াও ঠিক ছিল না বলেই জানা গিয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চতুর্থ শ্রেণির ছাত্রীটি বারান্দার রেলিংয়ে গিয়ে বসছে। আর তারপরই সে পড়ে যাচ্ছে সেখান থেকে। জানা যাচ্ছে, মেয়েটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই নাকি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পুলিশ অফিসাররা মেয়েটির স্কুল নীরজা মোদি স্কুলে পৌঁছে দেখতে পান ঘটনাস্থলে রক্তের ছিটেফোঁটাও নেই। সব মুছে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করেছে মৃত বালিকার পরিবার। তাঁদের দাবি, এই ঘটনায় স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভূমিকা খতিয়ে দেখা হোক।
এদিকে মৃতা বালিকার অভিভাবকরা দাবি করেছেন, সহপাঠীরা তাকে নিয়মিত উত্যক্ত করত। এই নিয়ে বারবার (অন্তত চারবার) অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এমনকী, ঘটনার দিনও মেয়েটি অভিযোগ করেছিল। কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক এতে কান দেননি। আর তাই অভিমানে তাঁদের মেয়ে আত্মঘাতী হয় বলেই দাবি তাঁদের। সব মিলিয়ে ঘটনাটি ঘিরে শোরগোল বেড়েছে।