• ভোটের নথিতে ভুল নাম ঠিক হয়নি! ‘এসআইআর আতঙ্কে’ ভগবানগোলায় মৃত্যু বৃদ্ধের
    প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
  • শাহজাদ হোসেন, ফরাক্কা: ফের ‘এসআইআর আতঙ্কে’ রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটল। এবার মুর্শিদাবাদের ভগবানগোলায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম ইরফান খান। পরিবারের সদস্যের অভিযোগ, ভোটার তালিকায় নাম ভুল ছিল। এসআইআর আবহে সেই আতঙ্ক চেপে বসেছিল তাঁর উপর, এমনই অভিযোগ পরিবারের।

    জানা গিয়েছে, ভগবানগোলা ব্লকের অন্তর্গত মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর মিয়াপাড়া গ্রামের বাসিন্দা ওই পরিবার। বৃদ্ধ ইরফান খান বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন। রাতেই তিনি মারা যান বলে খবর। এসআইআর শুরু হলে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে। জানা গিয়েছে, ২০২৫ সালের ভোটের নথিতে ওই বৃদ্ধের নাম বদলে গিয়েছিল। সেজন্য তিনি আতঙ্কিত ছিলেন বলে অভিযোগ।

    ২০০২ সালের রেকর্ডে তাঁর নাম ছিল ইরফান খান। এদিকে ২০২৫ সালের নথিতে সেই নাম বদলে এসেছিল আকালি খান। কীভাবে ওই নথি ঠিক করা যাবে? সেইসবও বুঝতে পারছিলেন না তিনি। এর মধ্যেই অন্য রাজ্যগুলির সঙ্গে বাংলাতেও এসআইআর শুরু হয়ে যায়। ভোটের দুই নথিতে দু’রকম নাম থাকায় কি নাম বাদ যাবে তাঁর? কী হবে তাঁর পরিবারের? সেই আতঙ্ক চেপে বসেছিল ওই বৃদ্ধের, এমনই অভিযোগ ওই পরিবারের। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন অফিসে ঘুরে সঠিক নথি পাওয়ার চেষ্টা করেও কোনও সমাধানসূত্র তিনি পাননি। প্রতিদিনই বাড়ছিল চাপ, ভয় ও হতাশা। এই অবস্থায় রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, পরে তিনি মারা যান বলে খবর। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হয়।

    ওই বৃদ্ধের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ, আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে বলেও অভিযোগ। বাসিন্দাদের আশঙ্কা, অনেক সাধারণ মানুষই এই সমস্যায় পড়তে পারেন। প্রশাসনের কাছে দ্রুত এই বিষয়ে সমাধান সূত্র দাবি করছেন স্থানীয়রা।
  • Link to this news (প্রতিদিন)