দক্ষিণ দিনাজপুরে কার্যত কারফিউ! ভারত-বাংলাদেশ সীমান্তে ২ মাস জারি একাধিক নিষেধাজ্ঞা
প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
রাজা দাস, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে রাতে কার্যত কারফিউ জারি করল জেলা প্রশাসন। আগামী দুই মাস এই নির্দেশ বহাল থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী বালুরঘাট, হিলি, তপন, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, কুশমন্ডি এই ৬টি থানাকে সজাগ করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর সীমান্তে কোনও ধরণের উত্তেজনা বা অশান্তি এড়াতে এই নির্দেশ বলেই অনুমান করছে ওয়াকিবহল মহল। তবে স্থানীয় প্রশাসনের দাবি, সাধারণ নিরাপত্তার কারণে এই নির্দেশ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত সীমান্তের ৮ কিলোমিটার পর্যন্ত ব্যাসার্ধে ৭৭ ধরণের পণ্য ও সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চাল, গম, শিশুর খাবার, মাংস, যে কোনও ধরণের ধাতু, বাইক, বৈদ্যুতিক সামগ্রী। এছাড়া ওই সময়ের মধ্যেই সীমান্ত থেকে আট কিলোমিটার ব্যাসার্ধে নিষিদ্ধ করা হয়েছে পরিবহণ সামগ্রী বহনকারী যানগুলিও। রিক্সা, বাইক, টেম্পো, লরি-সহ একাধিক যান চলবে না। মানুষের যাতায়াতেও বিধিনিষেধ জারি হয়েছে।
এছাড়া ওই সময়ের মধ্যে সীমান্তের ৩০০ মিটারের মধ্যে পশুচারণ নিষিদ্ধ করেছে প্রশাসন। সেই সঙ্গে, সীমান্ত থেকে ৫০ মিটার ব্যাসার্ধে ৩ ফুটের বেশি উচ্চতা হয় এমন ফসল চাষেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। এই নির্দেশে কিছুটা উদ্বিগ্ন সীমান্তের গ্রামগুলির বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালাসুব্রাহ্মণিয়াম টি জানান, এটি একটি রুটিন নিরাপত্তা ব্যবস্থা। এর আগেও একই ধরনের আদেশ দেওয়া হয়েছে।