• কারখানায় কাজের সময় ২৫ মিটার উঁচু থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের! চাঞ্চল্য খড়গপুরে
    প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
  • অংশুপ্রতিম পাল, খড়গপুর: কারখানায় কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনা। ২৫ মিটার উপর থেকে নিচে পড়ে মৃত্যু হল দুই ঠিকা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে খড়গপুরের সাহাচক এলাকার কাছে একটি লোহার কারখানায়। দুই শ্রমিক হলেন চন্দন অধিকারী ও ধনঞ্জয় মিদ্যা। ঘটনায় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কারখানায় শ্রমিকদের নিরাপত্তা কতটা আছে? নিরাপত্তার দিকটি সঠিকভাবে কি মেনে চলা হত? সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে খড়গপুর গ্ৰামীণ থানার সাদাতপুর ফাঁড়ির সাহাচক এলাকার কাছে একটি লোহার কারখানায়। এদিন দুপুরে কারখানায় কাজ করছিলেন, চন্দন ও ধনঞ্জয়। ২৫ মিটার উপরে ওঠার সময় দু’জনেই নিচে পড়ে যান। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়ে দেন, আগেই মারা গিয়েছেন দু’জনে। খবর দেওয়া হয় থানায়। পুলিশ হাসপাতাল ও কারখানায় যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

    চন্দনের বাড়ি খড়গপুর গ্ৰামীণ থানার গোকুলপুর এলাকায়। ধনঞ্জয় উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। কীভাবে ওই দুই শ্রমিক উপর থেকে পড়ে গেলেন? কেন উপরে কাজ করার সময় শ্রমিকদের নিরাপত্তার রক্ষাকবচ ছিল না? শ্রমিকদের নিরাপত্তা কোথায়? সেই প্রশ্ন উঠেছে। কারখানার সিনিয়ার জেনারেল ম্যানেজার বিডি রাও বলেন, “নিরপত্তা ব্যবস্থা ঠিকভাবে মেনে না চলার কারণে এই দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। উপরে ওঠার সময় ওঁদের কোমরে নিয়ম অনুযায়ী বেল্ট বাঁধা ছিল না। যে কারণে উপর থেকে পড়ে গিয়েছেন। আমরা নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেব। এছাড়া আর কিছু করা যায় কিনা দেখব।” ঘটনার জেরে কারখানা চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, বছর দেড়েক আগে এই কারখানায় এইভাবে উপর থেকে পড়ে গিয়ে এক অস্থায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল।
  • Link to this news (প্রতিদিন)