শিলিগুড়িতে বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার নামে বেরিয়ে নিখোঁজ ৩ কিশোরী! বাড়ছে আতঙ্ক
প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য বেরিয়েছিল তিন নাবালিকা। কিন্তু তারা সেই পার্টিতে যায়নি! শুধু তাই নয়, ওই তিন স্কুলছাত্রী নিখোঁজ হয়ে গিয়েছে। ঘটনার পর প্রায় দু’দিন কেটে গিয়েছে। এই তিন নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়েছে? শহরের একটি অংশের সিসিটিভিতে ওই তিনজনকে দেখা গিয়েছে বলে প্রাথমিক খবর। পুলিশ ওইসব এলাকায় এদিন তল্লাশি চালাচ্ছে। শহরের একাধিক জায়গাতেও তল্লাশি চলছে বলে খবর। চলতি সপ্তাহেই শহরের স্কুলের সামনে থেকে চার নাবালিকা ছাত্রীকে পাচারের চেষ্টা হয়েছিল। পরে তাদের উদ্ধার করা হয়। এই তিন স্কুলছাত্রীও কি পাচারকারীদের খপ্পরে পড়েছে? সেই আশঙ্কাও উঠছে।
ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জানা গিয়েছে, মাটিগাড়ার গেটবাজার এলাকায় সিসিটিভি ফুটেজে তাদের দেখা গিয়েছে। ওই এলাকা-সহ আশপাশে তল্লাশি চালাচ্ছে পুলিশ-প্রশাসন। ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং বলেন, “আমরা একটি মামলা রুজু করেছি। নাবালিকাদের খোঁজে তদন্ত শুরু হয়ে গিয়েছে।” ওই তিন স্কুলছাত্রীর পরিবার প্রধাননগর থানায় নিখোঁজে ডায়েরি করেছে। জানা গিয়েছে, নিখোঁজদের বয়স ১৪ বছর। তারা কবি সুকান্ত হাইস্কুলের ছাত্রী। শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের পঞ্চানন কলোনির বাসিন্দা।
প্রসঙ্গত সম্প্রতি জ্যোৎস্নাময়ী স্কুলের সামনে থেকে চার নাবালিকাকে নিয়ে যাওয়া হয়। যদিও পরে তারা উদ্ধার হয়েছে। বারবার একই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা শহরে। পাচারকারীরা কি স্কুলছাত্রীদের টার্গেট করছে? তাঁদের ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার জন্য শহরে অজ্ঞাতপরিচয় মহিলারা ঘুরছেন? সেই প্রশ্ন উঠেছে। কবি সুকান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক রিশিন বিশ্বাস বলেন, “এটা খুবই উদ্বেগজনক ঘটনা। বুধবার তারা কেউ স্কুলে আসেনি। আমরা তো পরে খবর পেলাম এরকম ঘটনা ঘটেছে। প্রশাসন আরেকটু সজাগ হলে ভালো হয়।”