রাজা দাস, বালুরঘাট: ছোট বউমার সঙ্গে যুবকের পরকীয়া! আদিবাসী যুবককে খুনের অভিযোগ উঠল প্রেমিকার শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। উঠেছে দেহ লোপাটেরও অভিযোগ।এলাকার ডোবা থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদিবাসী যুবকরে নাম শৈলেন কিস্কু। বয়স ২২ বছর। তিনি দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার ইন্দা শিমুলতলী এলাকার বাসিন্দা। শৈলেন এলাকার বাসিন্দা রবিন কিস্কুর ছোট বউমার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন! প্রতিদিন গভীর রাতে মহিলার ঘরে যেতেন তিনি। রাত কাটিয়ে সকালে ফিরতেন। আগে তিনি হাতেনাতে ধরাও পড়েছিলেন। তাঁকে মহিলার পরিবার তাড়া করেছিলেন। কিন্তু তিনি তা পাত্তা দেননি বলেই দাবি। এদিকে বৃহস্পতিবার রাতেও তিনি প্রেমিকার বাড়ি গিয়েছিলেন। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। শুক্রবার এলাকার এক ডোবা থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
শৈলেনের মা ফুলমণি টুডু ও বাবা সুভাষ কিস্কু জানাচ্ছেন, বৃহস্পতিবার রাতে রবিনের বাড়ি থেকে বারবার ফোন আসছিল। এরপরই শৈলেন বেরিয়ে যান। রাতে আর ফেরেননি। সকালে তাঁর দেহ হয়েছে। মৃত যুবকের পরিবারের অভিযোগ রবিন ও তাঁর স্ত্রী খুকুমণি শৈলেনকে খুন করেছে। তথ্য লোপাটের জন্য দেহ অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছেন বলে দাবি করেছেন তাঁরা।
তবে খুনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। রবিন ও তাঁর স্ত্রী জানান, তাঁদের ছোট ছেলে ভিন রাজ্যে থাকেন। ছোট বউমা বাড়িতে সন্তান নিয়ে থাকেন। ছোট ছেলের বাইরে থাকার সুযোগ নিয়ে শৈলেন তাঁর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।
তাঁদের দাবি, বৃহস্পতিবার রাতে তাঁদের বাড়ির দরজায় ধাক্কা মারেন শৈলেন। প্রেমিকা দরজা খোলেনি। এরপরই বাড়ির সামনের গাছে শৈলেন আত্মঘাতী হন বলে দাবি। এরপর তাঁরা দিশেহারা হয়ে দেহ গাছ থেকে নামিয়ে ডোবায় ফেলে আসেন। তাঁদের দাবি খুনের অভিযোগ মিথ্যা। পাতিরাম থানার আইসি জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে।