• চালক ছাড়াই ছুটবে মেট্রো! কবি সুভাষ-বেলেঘাটা শাখায় আরও কম ব্যবধানে মিলবে পরিষেবা
    প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
  • নব্যেন্দু হাজরা: মেট্রো যাত্রীদের জন্য সুখবর! বেলেঘাটা থেকে কবি সুভাষ রুটে অর্থাৎ অরেঞ্জ লাইনে শুরু হতে চলেছে সিবিটিসি বা কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেমে মেট্রো চলাচল। সোমবার থেকেই অরেঞ্জ লাইনে শুরু হবে এই পদ্ধতিতে চলাচল। শুধু তাই নয়, পরবর্তী সপ্তাহের প্রথমদিন থেকে ৬০টির পরিবর্তে ৬২টি মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

    দিনে দিনে মেট্রোর প্রতিটি রুটে বাড়ছে যাত্রীদের চাপ! তার জন্য প্রয়োজনীয় হয়ে পড়েছে মেট্রোর সংখ্যা বাড়ানো। তার জন্য দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমানো প্রয়োজন। দরকার উন্নত সিগন্যাল ব্যবস্থা। এবার সেটিই অরেঞ্জ লাইনে কার্যকর করতে চলছে মেট্রো কর্তৃপক্ষ। এই ব্যবস্থার সাহায্যে দু’টি ট্রেনের মধ্যে সময় কমানো যাবে। দুর্ঘটনার সম্ভাবনা কমবে। অরেঞ্জ লাইনে সেই সিস্টেমে চালু হতে চলেছে মেট্রো পরিষেবা।

    মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ২৪ নভেম্বর থেকে কবি সুভাষ থেকে বেলেঘাটা রুটে ৬০টির বদলে ৬২টি মেট্রো চালানো হবে। ৩১টি আপে ও ৩১টি ডাউনে। কবি সুভাষ থেকে বেলেঘাটার দিকে পরিষেবা সকালে ৮টার পরিবর্তে এবার থেকে শুরু হবে সকাল ৭টা ৪০ মিনিটে। বেলেঘাটা থেকে কবি সুভাষের দিকে পরিষেবা পাওয়া যাবে সকাল ৮টা ১০ মিনিট থেকে। অন্যদিকে কবি সুভাষ থেকে বেলেঘাটার দিকে শেষ পরিষেবা পাওয়া যাবে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ পরিষেবা পাওয়া যাবে ৮টা ৪৫ মিনিট পর্যন্ত। 
  • Link to this news (প্রতিদিন)