• ‘সবার শেষে এসেছি, সবার থেকে এগিয়ে যাব’! ‘দি অ্যাকাডেমি’ মুক্তি পেতে বার্তা সৌরভের
    আনন্দবাজার | ২১ নভেম্বর ২০২৫
  • দীর্ঘ সাত দিনের টানাপড়েন। দোরগোড়ায় এসে আটকে যায় পরিচালক জয়ব্রত দাসের প্রথম ছবি ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর মুক্তি। প্রতারণার অভিযোগ তোলা হয়েছিল ফেডারশনের তরফে। তার পরে দফায় দফায় বৈঠক। অবশেষে ছবির প্রযোজক টেকিনিশিয়ানদের বকেয়া টাকা মেটাতেই উঠল নিষেধ। ১৪ নভেম্বরের বদলে ২১ তারিখে মুক্তি পেল ছবি। আবেগপ্রবণ পরিচালক।

    এই ছবির মুক্তি আটকে যাওয়ার পর থেকে ফেডারেশন সভাপতির সঙ্গে নবাগত পরিচালক জয়ব্রতের বৈঠকে পাশে ছিলেন অভিনেতা সৌরভ দাস। বৃহস্পতিবার ছবি মুক্তি পাওয়ার কথা জানার পরে উচ্ছ্বাসপ্রকাশ করেছিলেন অভিনেতা। বিশেষ প্রদর্শনীর রাতে হাজির হলেন এই ছবির চরিত্র জীবন দাসের বেশেই। সৌরভ বলেন, “ছবিটা করার জন্য আমাকে রাজি করিয়েছিল রুদ্রদা। অনেক বাধা পেরিয়ে সবার শেষে এসেছি, তবে সবার থেকে এগিয়ে যাব।’’ এই ছবির সঙ্গে মুক্তি পেয়েছে আরও দুটি ছবি, ‘ডিপ ফ্রিজ’ ও ‘লক্ষীকান্তপুর লোকাল’। তবে ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ বাকি সব ছবিকে ছাপিয়ে যাবে বলে নিশ্চিত সৌরভ।

    এই ছবিমুক্তির উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর বার বার সমাজমাধ্যমে সরব হন অভিনেতা রুদ্রনীল ঘোষ। হঠাৎ ছবির মুক্তির খবর পেয়ে অভিনেতার আশঙ্কা তৈরি হয়েছিল, যে একদিনে ঠিক কতটা দর্শকের কাছে এই ছবি পৌঁছোবে! যদিও বিশেষ প্রদর্শনীর রাতে খুশি তিনি। বিনা পারিশ্রমিকে ছবিতে কাজ করেছেন। এই প্রসঙ্গে রুদ্রনীল বলেন, “এই কাজ করে ডাল-ভাত খাব। না হয় মাছ, মাংস খেলাম না। তবে কিছু কাজ করলে একটা শান্তি পাওয়া যায়।”

    এ দিকে পরিচালক জয়ব্রত আগেই জানিয়েছিলেন, তাঁদের আর প্রচার করার মতো পয়সা নেই। শুক্রবার ছবিমুক্তির পর হাসি ফিরেছে তাঁর মুখে। প্রথম ছবি মুক্তি নিয়ে এমন টানাপড়েনে অসুস্থ হয়ে পড়েছিলেন। জয়ব্রতর কথায়, “দর্শকের প্রতিক্রিয়া পেয়ে ভাল লাগছে। ইন্ডাস্ট্রির সবাইকে পাশে পেয়ে আপ্লুত।” এ দিন হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রশিষ আচার্য, দর্শনা বণিক, নীল ভট্টাচার্য-সহ অনেকেই।
  • Link to this news (আনন্দবাজার)