• দীর্ঘ দু-দশক পর, স্বরাষ্ট্র দপ্তর হাতছাড়া নীতীশের
    বর্তমান | ২২ নভেম্বর ২০২৫
  • পাটনা: ২০ বছর ধরে নিজেই সামলেছেন। প্রথমবার স্বরাষ্ট্র দপ্তর দায়িত্ব হাতছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনে দেখা যাচ্ছে স্বরাষ্ট্র দপ্তর এখন তাঁর ডেপুটি তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়েছে। নীতীশ কুমারের শপথগ্রহণের দিন জানা গিয়েছিল, এনডিএ জোটের মধ্যে দপ্তর বণ্টন নিয়ে সাময়িক জট তৈরি হয়েছে। মূলত এই স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নিয়েই সমস্যা চলছিল। শেষ পর্যন্ত এই দপ্তর বিজেপির সম্রাট চৌধুরীর হাতে তুলে দিয়েছেন নীতীশ কুমার। বিশেষজ্ঞদের মতে, বিহারের স্বরাষ্ট্র দপ্তর সম্রাট চৌধুরীর হাতে যাওয়া শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। এর থেকেই স্পষ্ট যে, এনডিএ জোটে বিজেপির অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠেছে। সুতরাং আগামী দিনে রাজ্য রাজনীতির নিয়ন্ত্রণে বিজেপির ভূমিকাই বেশি থাকবে। অন্যদিকে আর এক উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাকে ভূমি ও রাজস্ব দপ্তরের পাশাপাশি খনিজ ও ভূতত্ত্ব দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গল পান্ডেকে স্বাস্থ্য ও আইন—উভয় দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। আর দিলীপ জয়সওয়ালকে নতুন শিল্পমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)